For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবে হবে পঞ্চায়েত ভোট, তিন সম্ভাবনা উঁকি দিচ্ছে নির্বাচন কমিশনের অন্দরে

আদালত নয়া বিজ্ঞপ্তি জারি করে নয়া নির্ঘণ্ট প্রকাশের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে। এই অবস্থায় কবে হবে পঞ্চায়েত নির্বাচন তা নিয়েই চর্চা শুরু হয়েছে সর্বত্র।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচন নিয়ে ১১ দিনের আইনি লড়াইয়ের সমাপ্তি হয়েছে। কার্যত অন্ধকার থেকে আলোয় ফিরেছে পঞ্চায়েত নির্বাচনের ভবিষ্যৎ। আদালত নয়া বিজ্ঞপ্তি জারি করে নয়া নির্ঘণ্ট প্রকাশের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে। এই অবস্থায় কবে হবে পঞ্চায়েত নির্বাচন তা নিয়েই চর্চা শুরু হয়েছে সর্বত্র। রাজনৈতিক মহল থেকে শুরু করে বিশেষজ্ঞ মহলে কাটাছেঁড়া চলছে, কী হলে কী হতে পারে- তা নিয়ে।

আর তার নির্যাসে তিন তিনটি সম্ভাবনা উঠে আসছে। এক, রাজ্যে নির্বাচন হতে পারে ১৪, ১৫ ও ১৬ জুন। ভোট গণনা ১৮ জুন। অর্থাৎ রমজান মাস কেটে যাওয়ার পরই ভোট। এবং এই ভোট হবে ভরা বর্ষায়। দ্বিতীয় সম্ভাবনা হল, রমজান মাসের আগে দু-দফায় ভোট। ১৩ ও ১৫ মে। ১৭ মে ভোট গণনা। আর তৃতীয় সম্ভাবনা হল রমজান মাসেই ভোট তিন দফায়। ১৪, ১৫, ও ১৬ মে ভোট। আর ভোট গণনা ১৮ মে। সেক্ষেত্রে রমজানের একটি দিন শুধু ভোট প্রক্রিয়ার মধ্যে পড়ছে।

কবে পঞ্চায়েত ভোট, তিন সম্ভাবনা কমিশনের অন্দরে

প্রথম সম্ভাবনায় মত নেই রাজ্যের। তার কারণ রাজ্য চায় দ্রুত ভোট। আর তৃতীয় সম্ভাবনাও চাইছে না রাজ্য। রমজান মাসের আগেই ভোট শেষ করা তাদের লক্ষ্য। কিন্তু নির্বাচন কমিশন চায় তিন দফাতেই ভোট হোক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে সর্বদল বৈঠকের পরই। আর তাড়াহুড়ো করে ভুল করতে চায় না কমিশন।

শুক্রবার কলকাতা হাইকোর্ট রায় দেয় নতুন করে বিজ্ঞপ্তি জারি করে ভোট করতে। মনোনয়নের বাড়তি একদিন ধার্য করে নয়া নির্ঘণ্ট প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদার। তাঁর রায়েই নিশ্চিত হয়ে যায় ১, ৩ ও ৫ ঘোষিত নির্ঘণ্টে ভোট হচ্ছে না। শুক্রবার কোর্টের নির্দেশ জারির পর কমিশনের সচিব রাতেই দফায় দফায় বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাড়াহুড়ো না করে শনিবার সর্বদল বৈঠক শেষেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে কমিশন।

English summary
Election Commission wants to decide panchayat schedule after all party meeting. Commission conflicts with State Government regarding new notification of panchayat election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X