For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'রাজনৈতিক বৈষম্য'-র অভিযোগে সরব মমতা

  • By Oneiindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৪ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে কে কে প্রার্থী হবেন ও কোন কেন্দ্র থেকে লড়বেন তা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ যেমন দিলেন একইসঙ্গে কড়া আক্রমণ করতেও ছাড়লেন না মমতা। বস্তুত, নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক বৈষম্যে-র অভিযোগ আনলেন বাংলার মুখ্যমন্ত্রী।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'রাজনৈতিক বৈষম্য'-র অভিযোগ মমতার

কিন্তু কেন? ঘটনা হল, এদিন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম ও পণ্ডিচেরির জন্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেখানেই জানানো হয়, অসমে ২ দফায়, পশ্চিমবঙ্গে ৬ দফায় ও বাকী তিন রাজ্য তামিলনাড়ু, কেরল ও পণ্ডিচেরিতে এক দফা করে ভোট হবে।

আর এখানেই চটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বৈষম্য ও ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন তিনি। তাঁর প্রশ্ন, তামিলনাড়ুর মতো রাজ্য যেখানে বিধানসভা আসন মোট ২৩৫টি সেখানে কেন এক দফায় ভোট? নানা ঘটনায় অস্থির অসমে যেখানে দুই দফায় ভোট, সেখানে কোন যুক্তিতে পশ্চিমবঙ্গে ৬ দফায় ভোট তা নিয়ে প্রশ্ন করেন তৃণমূল সুপ্রিমো।

মমতার কটাক্ষ, কেরলে বাম-সিপিএম গলয় গলায় রয়েছে। সেখানে ভোট না করে অর্ধেক করে আসন দুই দলে ভাগাভাগি করে দিলেই তো হয়। তাঁর মতে, বাংলাকে সুযোগ পেলেই নানাভাবে বঞ্চনা ও জব্দ করার চেষ্টা হয়। এটা তারই প্রতিফলন। কংগ্রেস-সিপিএম-বিজেপি সকলে মিলে রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

তবে সবশেষে তৃণমূল সুপ্রিমো বলেছেন, যত দফাতেই ভোট হোক না কেন, তাদের অসুবিধা নেই। নির্বাচনে তাদের হয়ে মানুষই জবাব দেবে বলেও জানান আত্মবিশ্বাসী মমতা।

English summary
Election commission is being used as a tool for political discrimination : Mamata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X