For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার বিশ্বায়ন, বিশ্বসেরা শহুরে পার্কের তালিকায় কলকাতার ইকোপার্ক

বিশ্বের মানচিত্রে জায়গা করে নিল ইকোপার্ক। নয়া মাইলস্টোন ছুঁয়ে তিলোত্তমার সাধের ইকোপার্ক এখন বিশ্বসেরা শহুরে পার্কের তালিকায় বিরাজমান।

Google Oneindia Bengali News

কলকাতা, ২ মে : বিশ্বের মানচিত্রে জায়গা করে নিল ইকোপার্ক। নয়া মাইলস্টোন ছুঁয়ে তিলোত্তমার সাধের ইকোপার্ক এখন বিশ্বসেরা শহুরে পার্কের তালিকায় বিরাজমান। কলকাতা শহরের মুকুটে নতুন পালকটি জুড়ে যেতেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। আগামী ৭ মে পর্যন্ত ইকোপার্কে পালিত হচ্ছে 'ওয়ার্ল্ড পার্কস উইক'।

সাফল্যের সিঁড়ি বেয়ে তরতরিয়ে এগিয়ে চলেছে ইকোপার্ক। প্রকৃতির এই তীর্থক্ষেত্র নিউজিল্যান্ডের এক সংস্থার বিচারে বিশ্বের সেরা শহুরে পার্কের তালিকায় স্থান পেয়েছে। মাত্র পাঁচ বছরের মধ্যেই ইকো পার্কের এই বিশ্ব-স্বীকৃতি কলকাতার মানকে আরও উচ্চাসনে তুলে ধরল।

বাংলার বিশ্বায়ন, বিশ্বসেরা শহুরে পার্কের তালিকায় কলকাতার ইকোপার্ক

উল্লেখ্য ২০১২ সালে সাধারণের জন্য খুলে দেওয়া হয় এই পার্কটি। ক্রমেই শহুরে বিনোদনের এই পার্ক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছতে থাকে। রাজ্য ছাড়িয়ে দেশ, এখন দেশ ছাড়িয়ে বিশ্বের মানচিত্রে তার অধিষ্ঠান। আর এই স্বীকৃতি আসতেই ওয়ার্ল্ড পার্কস উইক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই উপলক্ষে শুরু হয়েছে ফটোগ্রাফি, স্লো সাইকেল, সেগওয়ে ট্যুর, প্যাডল বোট, স্পিড স্কেটিংয়ের মতো নানা প্রতিযোগিতা। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।

হিডকো এই স্বীকৃতিতে বিশেষভাবে আনন্দিত। ওয়ার্ল্ড আরবান পার্কের স্ট্যান্ডিং কমিটিতে যোগ দেওয়ার আমন্ত্রণ ইতিমধ্যেই পেয়ে গিয়েছে সংস্থাটি। হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় এই পার্কটি সাজিয়ে তোলা হয়েছে।

পার্কটির জীবন্ত করে গড়ে তুলতে সাহায্যে এগিয়ে এসেছে অনেক সরকারি ও বেসরকারি সংস্থাও। তাদের সবার জন্যই এই বিশ্ব স্বীকৃতি মিলেছে। ভারতের মধ্যে বাংলার এই পার্কই একমাত্র সেরা বিনোদনের স্বীকৃতি আদায় করে নিল জগৎসভায়।

English summary
Eco park of Kolkata on the list of World's Best Urban Parks.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X