For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শান্টিং পাইলটকে সাসপেন্ড, শিয়ালদহ ট্রেন দুর্ঘটনা কাণ্ডে কড়া পদক্ষেপ রেলের

শান্টিং পাইলটকে সাসপেন্ড, শিয়ালদহ ট্রেন দুর্ঘটনা কাণ্ডে কড়া পদক্ষেপ রেলের

Google Oneindia Bengali News

শিয়ালদহ স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। এই ঘটনায় সাসপেন্ড করা হল শান্টিং পাইলটকে। অভিযোগ কারশেড গামী লোকাল ট্রেনের শান্টিং পাইলট সিগনাল না মানাতেই এই দুর্ঘটনা। সেকারণে প্রাথমিক তদন্তের পর সাসপেন্ড করা হয়েছে তাঁকে। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে পূর্বরেল।

শান্টিং পাইলট সাসপেন্ড

শান্টিং পাইলট সাসপেন্ড

সিগনাল মানেননি কারশেড গামী লোকাল ট্রেনের চালক। তার জেরেই এই দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে এমনই জানতে পেরেছে রেলের তদন্ত কমিটি। দুর্ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই কড়া পদক্ষেপ করল পূর্বরেল। সাসপেন্ড করা হল শান্ডিং পাইলটকে। অর্থাৎ কারশেডগামী ট্রেনের চালককে। তবে যে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি বিস্তারিত তথ্য জানার পরেই পরবর্তী পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে।

বড় দুর্ঘটনা থেকে রক্ষা

বড় দুর্ঘটনা থেকে রক্ষা

বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা। একই লাইনে উঠে পড়েছিল দুটি লোকাল ট্রেন। একটি ট্রেন কারশেডে যাচ্ছিল। সেটি ফাঁকা ছিল আরেকটি ট্রেন রানাঘাট যাচ্ছিল। হঠাৎই প্ল্যাটফর্ম থেকে বেরোনোর সময় একই লাইনে উঠে পড়ে দুটি ট্রেন। যার জেরে দুটি ট্রেনের প্রবল সংঘর্ষ হয়। লোকো ইঞ্জিনের বেশ কিছু যন্ত্রাংশ খুলে পড়ে। ইঞ্জিনের টাকা এক থেকে ২ ফুট দুরে সরে গিয়েছিল। যদিও যাত্রীদের কেউ আহত হননি। রানাঘাট লোকালের যাত্রীদের নিরাপদে নামিয়ে নিয়ে আসা হয়।

কী করে দুর্ঘটনা

কী করে দুর্ঘটনা

রেলের কন্ট্রোলিং সিস্টেম থেকে শুরু করে সিগনালিং সিস্টেম সবটাই নতুন করে সাজানো হয়েছে। তার পরেও কীভাবে একই লাইনে দুটি ট্রেন উঠে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তা জানতকেই তদন্ত কমিটি গঠন করেছে পূর্ব রেল। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে যান পূর্বরেলের উচ্চ পদস্থ আধিকারীকরা। হাইট্রোলিক জ্যাকের সাহায্যে লাইনচ্যুত ট্রেনটিকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনা হয়। তার জেরে বেশ কিছু ব্যহত হয় শিয়ালদহ মেইন শাখার ট্রেন চলাচল।

অফিস টাইমে যাত্রী দুর্ভোগ

অফিস টাইমে যাত্রী দুর্ভোগ

শিয়ালদহে ট্রেন দুর্ঘটনার জেরে সপ্তাহের মধ্য দিনে চরম দুর্ভোগের শিকার হয়েছেন নিত্য যাত্রীরা। ট্রেন লাইনচ্যূত হওয়ায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যহত হয়েছে। উল্টোডাঙা, কাঁকুড়গাছিতে থমকে ছিল একাধিক ডাউন ট্রেন। রেল লাইন ধরে হেঁটে হেঁটে যাত্রীদের শিয়ালদহে পৌঁছতে হয়েছে। অন্যদিকে আপ ট্রেন ছাড়তেও ঘণ্টা খানের দেরী হয়েছে। গোটা দুপুরই প্রায় চলে গিয়েছে ট্রেন চলাচল স্বাভাবিক হতে। বিকেল থেকে স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা।

টাকিতে নৌকাবিহারে মুখ্যমন্ত্রী, গ্রামবাসীদের সঙ্গে মধ্যাহ্নভোজন, ঢুকে পড়লেন প্রাথমিক স্কুলেটাকিতে নৌকাবিহারে মুখ্যমন্ত্রী, গ্রামবাসীদের সঙ্গে মধ্যাহ্নভোজন, ঢুকে পড়লেন প্রাথমিক স্কুলে

English summary
Eastern Railway took strong action on Sealdha accident suspend Shunting Pilot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X