For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনাকালে নিউ নর্মালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ার পুজোয় এবছর ফেসবুকে অঞ্জলির পরিকল্পনা

করোনাকালে নিউ নর্মালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ার পুজোয় এবছর ফেসবুকে অঞ্জলির পরিকল্পনা

  • |
Google Oneindia Bengali News

এবারের পুজো নিউ নর্মালে। করোনাকালে পুজো ঘিরে সর্বত্র সতর্কতা জারি। পুজোর চারদিন তাই খুব একটা বেড়িয়ে উঠতে না পারলেও পাড়ার ক্লাবে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলার জীবনের সময় পাড়ার পুজোয় না থাকলেও এখন নিয়ম করে পুজোর চারদিন বাড়ির দেওয়াল লাগোয়া বড়িশা প্লেয়ার্স কর্ণার মণ্ডপে আড্ডায়-গানে-ঢাকের তালে সময় কাটান মহারাজ। নিজের পাড়ার এই পুজো ঘিরে গঙ্গোপাধ্যায় পরিবারের বিশেষ আবেগ রয়েছে। এবার নিউ নর্ম্যালে সৌরভের পাড়ার পুজোয় কী কী পরিকল্পনা রয়েছে, একনজরে জেনে নেওয়া যাক।

সৌরভের পাড়ার ক্লাবের পুজো এবার কত তম বর্ষে পা দিল

সৌরভের পাড়ার ক্লাবের পুজো এবার কত তম বর্ষে পা দিল

ভারতের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুজো এবছর ৮৭ তম বর্ষে পা দিল। বেহালার বীরেন রায় রোডের এই পুজো শুরুটা গঙ্গোপাধ্যায় পরিবারের হাত ধরেই।

অষ্টমীর সন্ধীপুজো থেকে ভাসানের নাচে, ঢাকের তালে মেতে ওঠেন সৌরভ

অষ্টমীর সন্ধীপুজো থেকে ভাসানের নাচে, ঢাকের তালে মেতে ওঠেন সৌরভ

পাড়ার ক্লাবের পুজোয় অষ্টমীর সন্ধীপুজো থেকে নবমীর ভোগ বিতরণ, দশমীর ধুনুচি নাচ থেকে ঢাকের তালে বিসর্জনে কোমড় দুলিয়ে মেতে ওঠেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন অধিনায়ক বা দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নয়, পাড়ায় সৌরভ পুজোর কয়েকটা দিন তখন সবার কাছে ঘরের ছেলে ওঠে ওঠেন।

নিউ নর্মালে এবছর সৌরভের পাডা়র পুজো কীভাবে হচ্ছে

নিউ নর্মালে এবছর সৌরভের পাডা়র পুজো কীভাবে হচ্ছে

বড়িশা প্লেয়ার্স কর্ণারের পুজোর উদ্যোক্তরা জানিয়েছেন, এবছর নিউ নর্মালে একেবারে নতুন পদ্ধতিতে পুজো করা হবে। পুজোয় এবার ফেসবুক লাইভে অঞ্জলির ব্যবস্থা করা হচ্ছে। পুজোয় ঘরে বসেই অঞ্জলি দিয়ে বাড়ির ঠাকুরকেই ফুল নিবেদন করার পরিকল্পনা। এছাড়া প্রতিদিন ভার্চুয়াল আড্ডার বিভিন্ন বন্দোবস্ত করা হচ্ছে।

পাড়ায় বাজবে সৌরভের বক্তব্য

পাড়ায় বাজবে সৌরভের বক্তব্য

এছাড়া পুজোর দিনগুলোয় গানের বদলে ক্লাবের পক্ষ থেকে এবার মহারাজের বক্তব্য, সৌরভ ঘরণী ডোনার নাচের দৃশ্য জায়েন্ট স্ক্রিনে দেখানোর পরিকল্পনাও রাখা হয়েছে। সেই সঙ্গে পাড়ার ছোট থেকে বড়োদের আবৃত্তিও বাজানো হবে।

ছবি সৌজন্যে সৌরভের ইনস্টাগ্রাম পোস্ট

ষাটের দশকে ফিরছে জগৎ মুখার্জি পার্কের পুজোষাটের দশকে ফিরছে জগৎ মুখার্জি পার্কের পুজো

English summary
Durga puja 2020: How Durga puja of Sourav Ganguly's locality will happen in Covid new normal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X