For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরিব মানুষকে অপমান করবেন না, এটা নিম্নরুচির পরিচয়, টুইটে মোদীকে তোপ মমতার

আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া সুরে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার টুইট করে উত্তর প্রদেশের গাজিপুরের সভায় মোদির বক্তব্যের তুলোধোনা করলেন তৃণমূল সুপ্রিমো।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৪ নভেম্বর : নোট-যুদ্ধ জারি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া সুরে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার টুইট করে উত্তর প্রদেশের গাজিপুরের সভায় মোদীর বক্তব্যের তুলোধোনা করলেন। টুইট করে তাঁর হুঁশিয়ারি, 'গরিব মানুষকে অপমান করবেন না। এটা নিম্নরুচির পরিচয়।'

সোমবার উত্তর প্রদেশের জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, নোট বাতিলের পর নিশ্চিন্তে গুমোচ্ছেন সাধারণ মানুষ৷ বরং ঘুমের ওষুধ খেতে হচ্ছে কালো টাকার মালিকদের৷ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনায় সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি টুইটে জবাব দেন, 'প্রধানমন্ত্রী বললেন, গরিব শান্তিতে ঘুমোচ্ছে৷ এটা সাধারণ মানুষকে অপমান৷ নিম্নরুচির পরিচয়। সাধারণ মানুষ আপনার এই মনোভাবের তীব্র জবাব দেবে।' মমতা বলেন, এখনও বিনীতভাবে বলছি, এভাবে গরিব মানুষকে অপমান করবেন না৷ মানুষ আপনাকে ক্ষমা করবেন না।'

গরিব মানুষকে অপমান করবেন না, এটা নিম্নরুচির পরিচয়, টুইটে মোদিকে তোপ মমতার

এখানেই থেমে থাকেনি মমতার আক্রমণ। কিছুক্ষণ পরেই আবার তাঁর টুইট, 'নোট বাতিলের ধাক্কায় সাধারণ মানুষ জেরবার হয়ে যাচ্ছেন৷ মানুষের হাত টাকা নেই। টাকার জন্য হাহাকারের মাঝেই অর্থনীতিবিদদের মত আর ভয় বাড়াচ্ছে জনমনে৷ অর্থনীতিবিদরা বলছেন মন্দার আশঙ্কা রয়েই যাচ্ছে দেশে৷ আর এই মন্দা সাধারণ মানুষকে শেষ করে দেবে৷' গত ৬ দিনে দেড় লক্ষ কোটি টাকার জিডিপি ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন মমতা।'

প্রধানমন্ত্রী রাতারাতি ৫০০ ও হাজার টাকার নোট বাতিলের কথা ঘোষণার পর বিরোধীরা সরব হয়েছেন। সবথেকে বেশি সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এই পদক্ষেপকে তুঘলকি সিদ্ধান্ত বলেতও দ্বিধা করেননি মমতা। এরই মধ্যে বিরোধীদের এক করে কেন্দ্রের এই জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির কাছে ধরনায় নেতৃত্ব দিতে দিল্লি যাচ্ছেন মমতা।

বুধবারই তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে মানুষের অর্থসঙ্কটের কথা তুলে ধরবেন। আর এই সঙ্কটে তিনি সমস্ত বিরোধী দলেরই সমর্থন আদায় করে নিয়েছেন। ইতিমধ্যে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও সম্মতির কথা জানিয়ে দিয়েছেন।

English summary
Don't insult poor man, it is the identity of groundling, tweeted Mamata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X