For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভায় লজেন্স বিলি করে মমতাকে হুঁশিয়ারি দিলীপের, ছড়া কেটে দিলেন মোক্ষম জবাব

উত্তর-পূর্বের রাজ্যে জয় পেয়ে খুশি বিজেপি রাজ্য সভাপতি বিধায়কদের লজেন্স বিতরণ করে ঘোষণা করলেন, বাংলায় জিতলে সবাইকে মালপোয়া খাওয়াবেন।

Google Oneindia Bengali News

ত্রিপুরার বিপুল জয়ে উৎসাহিত হয়ে বিধানসভায় লজেন্স বিলি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উত্তর-পূর্বের রাজ্যে জয় পেয়ে খুশি বিজেপি রাজ্য সভাপতি সেইসঙ্গে ঘোষণা করলেন, বাংলায় জিতলে সবাইকে মালপোয়া খাওয়াবেন। এই বলেই কৌটো থেকে এক একটি লজেন্স বের করে বিধায়কদের হাতে তুলে দেন তিনি।

বিধানসভায় লজেন্স বিলি করে মমতাকে হুঁশিয়ারি দিলীপের, ছড়া কেটে দিলেন মোক্ষম জবাব

[আরও পড়ুন: পুরস্কারস্বরূপ চাকরির ঘোষণা মমতার! বিজেপির চক্রান্ত রুখতে করতে হবে স্রেফ একটা কাজ][আরও পড়ুন: পুরস্কারস্বরূপ চাকরির ঘোষণা মমতার! বিজেপির চক্রান্ত রুখতে করতে হবে স্রেফ একটা কাজ]

দিলীপবাবু এদিন লজেন্স ধরিয়ে মিষ্টিমুখ করান বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান থেকে শুরু করে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীদের। দিলীপবাবু জানান, 'সব দলেরই বিধায়কদের লজেন্স খাইয়েছি। কাউকে বলেছি- বিজেপি ত্রিপুরায় জিতেছে মিষ্টিমুখ করুন। আবার কাউকে বলেছি- সিপিএম হেরেছে মিষ্টিমুখ করুন।'

এদিন বিধায়কদের মিষ্টিমুখ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি টার্গেটেরও জবাব দেন বিজেপি রাজ্ সভাপতি। দিলীপবাবু বলেন, আসলে তৃণমূল বিজেপির এই উত্থানে ভয় পেয়ে গিয়েছে। তাই ভুলভাল বকছে। ''২০১৯-এ উচিত শিক্ষা পাবে তৃণমূল।' আর ডেরেক ও ব্রায়ান বিজেপিকে কটাক্ষ করে যে ছড়া কেটেছিলেন, তার জবাবও দেন তিনি। পাল্টা ছড়া কেটে তিনি জানান-

'এবার বাংলা, পারলে সামলা।' উল্লেখ্য, ডেরেক ছড়া কেটেছিলেন- 'আগে ২০১৯ সামলা, পরে ভাববি বাংলা'।''
দিলীপবাবুকে প্রশ্ন করা হয়, ত্রিপুরা এত বড় জয় পেলেন, তাহলে এই সামান্য লজেন্স খাইয়ে মিষ্টিমুখ কেন? উত্তরে দিলীপ ঘোষ বলেন, 'ত্রিপুরা ছোট রাজ্য। সেখানে জিতেছি, তাই ছোট আকারে মিষ্টিমুখ করালাম। বাংলায় জিতি, তখন মালপোয়া খাওয়াব।'

[আরও পড়ুন:বাংলা ছাড়িয়ে টার্গেট লালকেল্লা, মোদী-নিশানায় 'দিল্লি চলো' ডাক মমতার][আরও পড়ুন:বাংলা ছাড়িয়ে টার্গেট লালকেল্লা, মোদী-নিশানায় 'দিল্লি চলো' ডাক মমতার]

English summary
Dilip Ghosh has warned Mamata Banerjee on 2019 battle and distributes chocolate in the West Bengal Assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X