For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় বৈঠকে ডেপুটি নির্বাচন কমিশনার! দিলেন বিশেষ নির্দেশ

সপ্তম দফার ভোটে দক্ষিণ ২৪ পরগনার ওপর বিশেষ নজরদারির নির্দেশ দিলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। এদিন তিনি, সপ্তম পর্যায়ে ভোট হতে যাওয়া রাজ্যের ৯ টি কেন্দ্রের পর্যবেক্ষকদের বিশেষ নির্দেশ দেন।

  • |
Google Oneindia Bengali News

সপ্তম দফার ভোটে দক্ষিণ ২৪ পরগনার ওপর বিশেষ নজরদারির নির্দেশ দিলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। এদিন তিনি, সপ্তম পর্যায়ে ভোট হতে যাওয়া রাজ্যের ৯ টি কেন্দ্রের পর্যবেক্ষকদের বিশেষ নির্দেশ দেন। সূত্রের খবর অনুযায়ী, আলাদা করে দক্ষিণ ২৪ পরগনায় নজরদারির ওপর জোর দিয়েছেন তিনি।

কলকাতায় বৈঠকে ডেপুটি নির্বাচন কমিশনার! দিলেন বিশেষ নির্দেশ

মধ্যরাতে কলকাতায় আসার পর এদিন বেলা এগারোটা নাগাদ বৈঠক শুরু করেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বৈঠকে ৪২ টি কেন্দ্রের পর্যবেক্ষকরাই হাজির ছিলেন বলে জানা গিয়েছে। ভোট হয়ে যাওয়া ৩৪ টি কেন্দ্রের পর্যবেক্ষকদের কাছ থেকে ভোট সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেন। রাজ্যে নটি কেন্দ্রে এখনও ভোট বাকি রয়েছে। এই নটি কেন্দ্রের পর্যবেক্ষকদের আলাদা করে নির্দেশ দেন বলে জানা গিয়েছে। বিশেষভাবে জোর দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ওপর।

এদিনের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের জন্য নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন আলাদা করে বৈঠক করেন বলে জানা গিয়েছে।

English summary
Deputy election commissioner Sudeep Jain gives several direction for 7th Phase election in WB
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X