For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমরা এর তীব্র বিরোধিতা করছি', কালী বিতর্কে মুখ খুলল দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ

Array

Google Oneindia Bengali News

লীনা মানিমেকালাইয়ের তথ্যচিত্র 'কালী'-এর পোস্টারে দেবী কালীর আপত্তিকর ছবি নিয়ে বিতর্ক ক্রমে বাড়ছে। এসবের মাঝে কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির কর্তৃপক্ষ অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুলেছে এবং ওই ছবির তীব্র বিরোধিতা করেছে।

ধূমপায়ী কালী! আমরা এর তিব্র বিরোধইতা করছি, তথচিত্র বিতর্কে মুখ খুলল দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ

কী বলছে মন্দির কর্তৃপক্ষ ?

মন্দির কর্তৃপক্ষ বলেছে, "আমরা সবাই মা কালীর উপাসক। তার হাতে সিগারেট ধরা হিন্দু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করছে। অনেক জায়গায় মাকে মদ দেওয়া হয় এবং ছাগল বলি দেওয়া হয়। কিন্তু সিগারেট ধরা অত্যন্ত নিন্দনীয়। আমরা এর ঘোর বিরোধী।"

মন্দির কর্তৃপক্ষ বলেছে, আমরা সবাই মা কালীর উপাসক।

কালী পূজার আচার আচরণ

কিছু আচার আচরণ রয়েছে যা সারা বাংলা জুড়ে কালী পূজার নিয়মের মধ্যেই পড়ে। সেই কারণেই ভোগ হিসাবে দেবীকে মাছ এবং মাংস বলি দেওয়া হয়। অনেক জায়গায় মাকে মদ দেওয়া হয় এবং ছাগ বলি দেওয়া হয়। কিন্তু সিগারেট তাঁর হাতে রাখা অত্যন্ত নিন্দনীয় বলে মনে করছে দক্ষিণেশ্বর তাই এর তীব্র বিরোধিতা করছি বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

দক্ষিণেশ্বর কালী মন্দির তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছে যে, "আগেই আমরা বলেছি, আমরা এখনও বলছি যে অনেক জায়গা আছে যেখানে মদ দিয়ে পুজো করা হয়, সেখানে এটাই নিয়ম৷ কিন্তু যে ছবির পোস্টার নিয়ে এত আলোচনা এত বিতর্ক সেখানে যা দেখানো হয়েছে তা কখনোই গ্রহণযোগ্য নয়।দক্ষিণেশ্বর কালী মন্দির এই ঘটনার তীব্র নিন্দা করেছে। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেদিলাম আরও একবার।"

 পোস্টারটি এখন সোশ্যাল মিডিয়ায় যেমন আলোচনার বিষয় তার পাশাপাশি এখন এটি রাজনৈতিক লড়াইয়ের অঙ্গ হয়ে গিয়েছে

রাজনীতির অঙ্গ

'ধূমপানরত দেবী কালী'-র পোস্টারটি এখন সোশ্যাল মিডিয়ায় যেমন আলোচনার বিষয় তার পাশাপাশি এখন এটি রাজনৈতিক লড়াইয়ের অঙ্গ হয়ে গিয়েছে। এই মহুয়া মৈত্র এ নিয়ে কথা বলেন তো অপরদিক থেকে ধেয়ে আসে বিজেপির মন্তব্য। তাঁরা দাবি করছে মহুয়ার গ্রেফতারি। কারণ তাঁরা আবার নূপুর শর্মার দিক দিকে বিষয়টা বিবেচনা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নূপুর শর্মাকে গ্রেফতার করার দাবি জানিয়েছিলেন নবী মহম্মদ নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য। বিজেপির বক্তব্য তাহলে মহুয়ার মন্তব্যও ধর্মাবেগে আঘাত দিয়েছে তাই তাকেও গ্রেফতার করতে হবে। তৃণমূলও খানিকটা ওই নূপুর শর্মার সঙ্গে বিজেপি যে ব্যবহার করেছিল তেমন ব্যবস্থা নিয়ে বলে দিয়েছে দল ওই মন্তব্যকে সমর্থন করে না। বলা যায় ঘোরতর রাজনৈতিক খেলা চলছে এও কালী পোষ্টার নিয়ে।

বিজেপির বক্তব্য তাহলে মহুয়ার মন্তব্যও ধর্মাবেগে আঘাত দিয়েছে তাই তাকেও গ্রেফতার করতে হবে।

মূল ঘটনা

প্রসঙ্গত চলচ্চিত্র নির্মাতা লীনা মণিমেকলাই তাঁর ছবিটির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরপরই বিতর্ক শুরু হয়। পোস্টারে দেবী কালীর পোশাকে একজন মহিলাকে দেখানো হয়। ছবিতে তাঁকে সিগারেট খেতে দেখা যায়। ত্রিশূল এবং কাস্তে তার স্বাভাবিক পোশাকের পাশাপাশি, দেবীর ভূমিকায় অভিনয় করা অভিনেতাকে 'LGBTQ' সম্প্রদায়ের পতাকা ধারক হিসাবে দেখানো হয়েছে। আর এই কারণে লীনা মণিমেকলাইয়ের বিরুদ্ধে এখন ভারত জুড়ে একাধিক এফআইআরও দায়ের করা হয়েছে।

English summary
Dakshineswar temple condemns ‘smoking’ Kaali poster
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X