For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিগেড থেকে অক্সিজেন পেয়ে ফের পথে সিপিএম, তৃণমূল-বিজেপিকে সিবিআই-নিশানা

ব্রিগেড থেকে প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে ফের গর্জে উঠল সিপিএম। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে এক যোগে তৃণমূল ও বিজেপিতে বিঁধলেন সূর্যকান্ড মিশ্র-বিমান বসুরা।

  • |
Google Oneindia Bengali News

ব্রিগেড থেকে প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে ফের গর্জে উঠল সিপিএম। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে এক যোগে তৃণমূল ও বিজেপিতে বিঁধলেন সূর্যকান্ড মিশ্র-বিমান বসুরা। সরব হলেন বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও। সোমবার কলকাতায় বিরাট মিছিল বের করে তৃণমূল ও বিজেপিকে নিশানা করেন তাঁরা।

তৃণমূল-বিজেপিকে সিবিআই-নিশানা সিপিএমের

এদিনই ছিল রাজ্য কমিটির বৈঠক। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় লোকসভা ভোটের জন্য প্রচারে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। এখন থেকেই প্রচারে নেমে পড়তে চাইছে সিপিএম। এদিন বৈঠকের পরই চিটফান্ডে সিবিআই ইস্যু ও মুখ্যমন্ত্রীর ধর্নাকে সামনে এনে পথে নামে বাম নেতৃত্ব।

এদিন মিছিল থেকে সূর্যকান্ত থেকে বিমান বসু, সুজন চক্রবর্তীরা এক বাক্যে গর্জে ওঠেন। তাঁরা বলেন, এতদিন চুপ করে থেকে কেন লোকসভা ভোটের প্রাক্কালেই সিবিআই অতি সক্রিয় হয়ে উঠল। কেনই বা রবিবারই এই অভিযান চালানো হল। আর কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে ছুটলেন।

সূর্যকান্ত-সুজনরা প্রশ্ন তুললেন, কই তৃণমূল নেতারা যখন সারদা তদন্তে গ্রেফতার হলেন, তখন তো তাঁদের বাড়ি ছুটলেন না মুখ্যমন্ত্রী। তাহলে কেন পুলিশ কমিশনারের বাড়িতে ছুটলেন। তবে কি পুলিশের বাড়িতেই রয়েছে সেই লাল ডায়েরি কিংবা পেন ড্রাইভ। যার খোঁজে তল্লাশি চালাচ্ছে সিবিআই।

একইসঙ্গে সিপিএমের অভিযোগ, লোকসভার আগে রাজনৈতিক ফায়দা তুলতেই বিজেপি সিবিআইকে সক্রিয় করেছে। একইসঙ্গে তাঁরা বলেন, রবিবার তাঁদের সমাবেশ থেকে নজর ঘুরিয়ে দিতেই বিজেপির নির্দেশে এই অভিযান চালিয়েছে সিবিআই। এদিন দ্রুত সিবিআই তদন্ত শেষ করার দাবিতে সোমবার বিকেলে মৌলালির রামলীলা ময়দান থেকে পার্কসার্কাস মোড় পর্যন্ত মিছিল করে সিপিএম।

English summary
CPM targets TMC and BJP in CBI issue from rally of Kolkata. Suryakanta and Sujan attacks Mamata Banerjee and BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X