For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূর্যকান্ত মিশ্রের স্থলাভিষিক্ত হবেন কে, রাজ্য সম্মেলন শুরুর দিন থেকেই চর্চায় যে নাম

সূর্যকান্ত মিশ্রের স্থলাভিষিক্ত হবেন কে, রাজ্য সম্মেলন শুরুর দিন থেকেই চর্চায় যে নাম

Google Oneindia Bengali News

সূর্যকান্ত মিশ্রের স্থলাভিষিক্ত হবেন কে? মঙ্গলবার তিনদিনের জেলা সম্মেলন শুরুর আগে এখন সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে গিয়েছে। নতুন সম্পাদক বাছা নিয়ে রাজ্য সম্মেলনে ঝড় উঠতে পারে। হাওড়ার নেতা শ্রীদীপ ভট্টাচার্য রাজ্য সম্পাদক হওয়ার দৌড়ে রয়েছেন। দৌড়ে রয়েছেন আরও বেস কয়েকজন। তাঁদের নাম নিয়েই উত্তাল হতে পারে সম্মেলন।

সূর্যকান্ত মিশ্রের স্থলাভিষিক্ত হবেন কে, রাজ্য সম্মেলন শুরুর দিন থেকেই চর্চায় যে নাম

হাওড়া জেলা সম্পাদক ছিলেন শ্রীদীপ ভট্টাচার্য। সিপিএমের তাত্ত্বিক নেতা শ্রীদীপ ভট্টাচার্য পরবর্তী রাজ্য সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। তা নিয়ে নানা মহেল আলোচনা চলছে। কান পাতলেই শোনা যাচ্ছে নানা গুঞ্জন। পার্টি যখন কতঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তাত্ত্বিক নেতাকে দিয়ে কীভাবে পার্টি রক্ষা করা যাবে সেই প্রশ্নও উঠে পড়েছে।

বিগত ১০ বছর ধরে ক্রমেই ক্ষয়িষ্ণু হয়েছে সিপিএম। ২০২১-এর নির্বাচনে একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে তারা। তার ফলে বিধানসভায় তাদের এই মুহূর্তে কোনও বিধায়ক নেই। একুশের পরবর্তী সময়ে পুরসভা নির্বাচনে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে সিপিএম। বহু ক্ষেত্রেই তারা বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে এসেছে। আর এই অবস্থায় সিপিএমে আসছে নতুন মুখ।

সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক নির্বাচন ও কমিটি গঠন নিয়ে তপ্ত হয়েছে সম্মেলন। রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে, রাজ্য সম্মেলন নিয়েও উত্তাপ ছড়াতে পারে আলিমুদ্দিনে। রাজ্য সম্পাদক পদ নিয়ে সিপিএমে বিশৃঙ্খলা ঢাকতে আগে থেকে সচেষ্ট। এবার অনেকর প্রবীণ নেতা সরে যেতে পারেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পদ থেকে। তাদের জায়গায় নতুন সদস্য আসবেন রাজ্য সম্পাদকমণ্ডলীতে। সেইসঙ্গে সূর্যকান্ত মিশ্রের স্থলাভিষিক্ত কে হন, তা নিয়েই চর্চা চলছে রাজনৈতিক মহলে।

তুমুল হই হট্টগোল সিপিএমের জেলা সম্মেলনে, নতুন সম্পাদক বেছে নিতে হাঁটতে হল যে পথেতুমুল হই হট্টগোল সিপিএমের জেলা সম্মেলনে, নতুন সম্পাদক বেছে নিতে হাঁটতে হল যে পথে

রাজ্য সম্মেলন শুরুর আগে থেকেই সিপিএমে জল্পনা শুরু হয়েছে। রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে এবার সরে দাঁড়াতে পারেন বাংলার প্রবীণরা। সত্তরোর্ধ্ব কেউ যে রাজ্য সম্পাদকমণ্ডলীতে থাকবেন না, সেই সিদ্ধান্ত সিপিএমে নেওয়া হতে পারে। এবার রাজ্য সম্মেলনে নতুন রাজ্য সম্পাদক নির্বাচিত হতে, তাঁর হাতে দায়িত্ব দিয়ে সিপিএমে মার্গদর্শকের ভূমিকা নিয়ে পারেন সূর্যকান্ত।

সিপিএম এখন তৈরি নতুনদের বরণ করে নিতে। বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, মৃদুল দে ও অশোক ভট্টাচার্যরা নিজেরা সরে গিয়ে নতুনদের বরণ করে নিতে উৎসাহী। নতুনের হাতে সিপিএমের দায়িত্বভার দিয়ে তাঁরা মার্গ দর্শকের ভূমিকা নিতে পারেন। তাঁদের দেখানো পথে সিপিএম এবার নতুন দিশায় হাঁটতে পারে।

English summary
CPM can choose new state secretary as Srideep Bhattacharya instead of Suryo Kanta Mishra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X