For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরএসএস আর মমতার এক সুর! হাঁসখালি কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনায় মহঃ সেলিম

নদিয়ার হাঁসখালিতে (hanskhali) নাবালিকাকে ধর্ষণের পরে রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগের ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করলেন সিপিআইএম (cpim) রাজ্য সম্পাদক মহঃ সেলিম (md salim)। এদিন তিনি মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অসংবে

  • |
Google Oneindia Bengali News

নদিয়ার হাঁসখালিতে (hanskhali) নাবালিকাকে ধর্ষণের পরে রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগের ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করলেন সিপিআইএম (cpim) রাজ্য সম্পাদক মহঃ সেলিম (md salim)। এদিন তিনি মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অসংবেদনশীল বলেও মন্তব্য করেছেন। প্রসঙ্গত এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) এক সরকারি অনুষ্ঠানে গিয়ে বলেন, ঘটনা দুর্ভাগ্যজনক। কিন্তু ছেলেটির সঙ্গে ওই নাবালিকার অ্যাফেয়ার্স ছিল।

হাঁসখালির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী

হাঁসখালির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, বিশ্ববাংলা মেলা প্রাঙ্গন উদ্বোধনে। মিলন মেলা প্রাঙ্গনকেই নতুন করে সাজানো হয়েছে এবং নতুন নাম দেওয়া হয়। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ঘটনাটি খারাপ কিন্তু ছেলেটার সঙ্গে অ্যাফেয়ার্স ছিল। তিনি আরও বলেন, এটা ধর্ষণ, নাকি মেয়েটি অন্তঃসত্তা হয়েছিল, নাকি অসুখে মারা গিয়েছিল তা দেখতে হবে। তিনি বলেন, শিশু সুরক্ষা কমিশনসকে বিষয়টি দেখতে বলবেন। প্রসঙ্গত গত সোমবার এই ঘটনা ঘটে। তৃণমূল নেতার ছেলের জন্মদিনের পার্টিতে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তারপর মঙ্গলবার ভোর রাতে নাবালিকার মৃত্যুর পরে ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ পুড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সেখানে এই ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানোর দাবি করা হয়েছে।

মহঃ সেলিমের কটাক্ষ

মহঃ সেলিমের কটাক্ষ

এদিন মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে কটাক্ষ করতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম বলেন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনী, দুষ্টু ছেলেরা দুষ্টুমি করবে। আর এইধরনের কোনও ঘটনা ঘটলেই তদন্তের আগে জানিয়ে দিতে হবে, এটৈা ধর্ষণ নয়। পরে অসুস্থ হতে পারে, প্রেম হতে পারে, অন্তঃসত্ত্বা হতে পারে। কটাক্ষ করে তিনি বলেন, এতদিনে বোঝা গেল, যে ফেক ডক্টরেট ডিগ্রি ছিল, তাতে তিনি কিসে এক্সপার্ট। এইসব ফেক ফান্ডা না দিলে হয় না? কটাক্ষ করে তিনি বলেন, আসলে বিবাহ, অন্তঃসত্ত্বা, ধর্ষণ এই সবতেই তাঁর অভিজ্ঞতা রয়েছে। সেলিম বলেন, সেই অভিজ্ঞতা থেকেই তো গলের জহ্লাদ বাহিনীকে বললেই হয় অন্যায় কিছু করো না।

প্রতিদিনই এই ঘটনা?

প্রতিদিনই এই ঘটনা?

মহঃ সেলিমের প্রশ্ন প্রতিদিনই এই ঘটনা ঘটবে? এব্যাপারে তিনি কাকদ্বীপের এদিনের এক ঘটনার কথা উল্লেখ করেন। যেখানে এক মহিলাকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। সেলিম কটাক্ষ করে বলেন, এর শুরু হয়েছিল, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই। শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ধর্ষণের ঘটনাকে আমল দিতে চাননি। তিনি বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর হয়, ঠিক তেমনই মহিলা থাকলে ধর্ষণ হবে।

আরএসএস আর মমতার এক সুর

আরএসএস আর মমতার এক সুর

সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, উন্নাও কান্ড এবং জম্মুর আসিফা কাণ্ড নিয়ে আরএসএস যেমন বলে, উত্তর প্রদেশের হাথরাসের পরে যেমন বলে, সেই জায়গায় রাজ্যের রাজনীতিকে নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশমন্ত্রী হয়ে রাজ্যের নবম শ্রেণির ছাত্রীর এই অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন, আগে কেন জানানো হয়নি। মহঃ সেলিমের প্রশ্ন আজ এই অবস্থা হল কেন? গ্রামে গ্রামে খাপ পঞ্চায়েত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

হাঁসখালি কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতার ভাষা নিয়ে প্রশ্ন! তৃণমূলের LD-UD-Tea boy কারা ইঙ্গিত শুভেন্দু অধিকারীরহাঁসখালি কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতার ভাষা নিয়ে প্রশ্ন! তৃণমূলের LD-UD-Tea boy কারা ইঙ্গিত শুভেন্দু অধিকারীর

English summary
CPIM's Md Salim targets CM Mamata Banerjee for her comments on Hanskhali case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X