For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় শুরু CPIM-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক! বিজেপি-তৃণমূলকে পরাস্ত করার ডাক দিয়ে সমাবেশ ৩০ শে

সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হল কলকাতা। এই বৈঠক চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় শুরু হল সিপিআইএম কেন্দ্রীয় কমিটির বৈঠক। শনিবার শুরু হওয়া এই বৈঠক চলবে সোমবার পর্যন্ত। সিপিআইএম-এর কলকাতা জেলা কমিটির দপ্তর প্রমোদ দাশগুপ্ত ভবনের অডিটোরিয়ামে বেলা এগারোটায় এই বৈঠক শুরু হয়েছে।

এই বৈঠকে যোগ দিতে শুক্রবার কলকাতায় এসেছেন পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির বহু সদস্য।

বৈঠকে যাঁরা রয়েছেন

বৈঠকে যাঁরা রয়েছেন

সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির বৈঠকে উপস্থিত রয়েছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিটব্যুরোর সদস্য প্রকাশ কারাত, মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, বৃন্দা কারাত, এমএ বেবি, নীলোৎপল বসু-সহ অন্যারা। বৈঠকে সভাপতিত্ব করেন পলিটব্যুরোর সদস্য এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কেরালার মুখ্যমন্ত্রী ও পলিটব্যুরোর সদস্য পিনারাই বিজয়ন আসন্ন বাজেট অধিবেশনের কাজে ব্যস্ত থাকায় এবারের কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে পারেননি। এবারের কেন্দ্রীয় কমিটির বৈঠকে বিশেষ আমন্ত্রিত হিসেবে সদস্য বিমান বসু, হান্নান মোল্লা ও এস রামচন্দ্রন পিল্লাই উপস্থিত রয়েছেন।

ত্রিপুরায় ভোটের আগে গুরুত্বপূর্ণ বৈঠক

ত্রিপুরায় ভোটের আগে গুরুত্বপূর্ণ বৈঠক

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনের আগে সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক ভট্টাচার্যের সভাপতিত্বে হওয়া বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সেখানে সিপিআইএম তথা বামেরা ১৩ আসন ছাড়ার পরেও কংগ্রেস ১৭ আসনে প্রার্থী দিয়েছে। যদিও এই আসন সমঝোতা কিংবা জোট যাই বলা হোক না কেন, তা নিয়ে দুপক্ষেই অসন্তোষ রয়েছে।

 বৈঠকের পরে জনসভা

বৈঠকের পরে জনসভা

কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষে ৩০ জানুয়ারি সোমবার ধর্মতলায় সিপিআইএম-এর কলকাতা জেলা কমিটির আহ্বানে একটি জনসভা হবে। সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করে বামপন্থী বিকল্পকে শক্তিশালী করার আহ্বান জানানো হবে সমাবেশ থেকে। দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রমের ভাষণ দেওয়ার কথা রয়েছে ওই সমাবেশে। ওদিনের সমাবেশে সভাপতিত্ব করবেন পার্টির কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার।

সমাবেশের জন্য পরিকল্পনা

সমাবেশের জন্য পরিকল্পনা

সমাবেশের জন্য নানা পরিকল্পনা করা হয়েছে। সিপিআইএম-এর প্রতিষ্ঠার সময় নয়জন পলিটব্যুরোর সদস্য 'নবরত্ন'র নামাঙ্কিত নয়টি ব্রিগেড মিছিল করে সমাবেশ আসবে। ভিক্টোরিয়া হাউস থেকে যাবে কমরেড বিটি রণদিভে ব্রিগেড, কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় পৌরভবন থেকে কমরেড ইএমএস নাম্বুদিরিপাদ ব্রিগেড, সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে কমরেড একে গোপালন ব্রিগেড, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কমরেড জ্যোতি বসু ব্রিগেড, রামলীলা পার্ক থেকে কমরেড পি রাযমূর্তি ব্রিগেড, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে কমরেড হরকিষণ সিং সুরজিৎ ব্রিগেড, গান্ধী মূর্তি (মেয়ো রোড) থেকে কমরেড পি সুন্দরাইয়া ব্রিগেড, নোনাপুকুর ট্রাম ডিপো থেকে কমরেড এম বাসবপুন্নাইয়া ব্রিগেড এবং ডেন্টাল কলেজ থেকে কমরেড প্রমোদ দাশগুপ্ত ব্রিগেড।

এনামূলের থেকে টাকা নিয়েছেন দেব! মিঠুনের নাম জড়িয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়এনামূলের থেকে টাকা নিয়েছেন দেব! মিঠুনের নাম জড়িয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়

English summary
Cpim's central committee meeting starts in Kolkata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X