For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির শাসনে ভারত হবে ‘হিন্দু পাকিস্তান’! কংগ্রেস নেতাকে সমন কলকাতা আদালতের

কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী শশী থারুরকে সমন পাঠাল কলকাতার ব্যাঙ্কশাল কোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, শশী থারুরকে ১৪ আগস্ট ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিতে হবে।

Google Oneindia Bengali News

কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী শশী থারুরকে সমন পাঠাল কলকাতার ব্যাঙ্কশাল কোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, শশী থারুরকে ১৪ আগস্ট ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিতে হবে। শশী থারুরের 'হিন্দু-পাকিস্তান' মন্তব্যের বিরোধিতা করে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে মামলা দায়ের করেন এক আইনজীবী। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই সমন।

বিজেপির শাসনে ভারত হবে ‘হিন্দু পাকিস্তান’! কংগ্রেস নেতাকে সমন কলকাতা আদালতের

কলকাতা আদালকের এক আইনজীবী সুমিত চৌধুরী মামলা করেন, শশী থারুরের মন্তব্য ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। অপমান করেছে সংবিধানকেও। এদিন মামলার শুনানিতে আদালতে নির্দেশ দেন তাঁকে সশরীরে উপস্থিত হওয়ার। সেই মর্মে তাঁকে সমন পাঠানো হয়।

সম্প্রতি তিরুবনন্তপুরমে এক দলীয় কর্মসূচিতে অংশ নেন শশী থারুর। সেখানেই তিনি মন্তব্য করেন, আগামী লোকসভা ভোটে বিজেপি যদি জেতে তাহলে দেশে আর গণতান্ত্রিক সংবিধান বলে কিছু থাকবে না। বিজেপি তখন নতুন করে সংবিধান রচনা করবে। আর সেই সংবিধানে সংখ্যালঘুদের সমান অধিকার থাকবে না। ভারতবর্ষ আদতে হয়ে উঠবে হিন্দু-পাকিস্তান।

থারুরের এই হিন্দু পাকিস্তান মন্তব্য নিয়েই যত বিতর্ক। সেই বিতর্কের ঝড় এসে পড়ল কলকাতাতেও। আইনজীবী সুমিত চৌধুরীর তাঁর এই মন্তব্যের সমালোচনা করে শশী থারুরকে ক্ষমতা চাইতে অনুরোধ করেন। কিন্তু ক্ষমা চাইতে অস্বীকার করেন থারুর। তারপরই শশীর মন্তব্যের বিরোধিতা করে মামলা করেন আইনজীবী।

তিনি বলেন, পাকিস্তানের মতো মুসলিম রাষ্ট্রের সঙ্গে ভারতের মতো অসাম্প্রদায়িক রাষ্ট্রের তুলনা করে ভারতবাসীর অপমান করেছেন থারুর। থারুরের যুক্তি, বর্তমান ভারত নিয়ে তিনি এই মন্তব্য করেননি, তিনি আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপির শাসনে দেশের ভবিষ্যৎ নিয়ে। 2

English summary
Kolkata Court summons to Congress leader Shashi Tharoor regarding his hindu Pakistan comment. Shashi comments this at Tiruwanantapuram,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X