For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তরুণী স্ত্রীকে নিয়ে ফিরছিলেন রাতে, দুষ্কৃতীরা ঘিরে ফেলে মাথায় ধরল পিস্তল! তারপর...

একেবারে সিনেমার মতো এ কাহিনি। সাউথ সিটি মলের সামনে দম্পতির মাথায় বন্দুক ধরে ডাকাতির ঘটনা দেখিয়ে দিল রাতের শহরের নিরাপত্তার হাল

  • |
Google Oneindia Bengali News

একেবারে সিনেমার মতো এ কাহিনি। রাতের শহরের বীভৎসতা আবারও প্রশ্নচিহ্ন এনে দিল নিরাপত্তায়। সাউথ সিটি মলের সামনে দম্পতির মাথায় বন্দুক ধরে ডাকাতির ঘটনা দেখিয়ে দিল রাতের শহরে আজও নিরাপত্তার বজ্র আঁটুনি আদতে ফসকা গেরো। যদিও রাতভর তল্লাশি চালিয়ে ডাকাতির কিনারা করে পুলিশ। এই ঘটনায় চারজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আধুনিক আগ্নেয়াস্ত্র।

তরুণী স্ত্রীকে নিয়ে ফিরছিলেন রাতের শহরে, তখনই ঘটল...

রাত তখন সাড়ে তিনটে। যাদবপুর থানার দিক থেকে সাউথ সিটি মলের দিকে যাচ্ছিলেন এক দম্পতি। হঠাৎ তাঁদেরকে ঘিরে ধরলেন বাইক আরোহী কয়েকজন দুষ্কৃতী। সরাসরি মাথায় তাক করা বন্দুক। বাধা দিতেই রিভলভারের বাঁট দিয়ে যুবকের মাথায় আাঘাত করেন একজন। তারপরই ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় তাঁরা। স্ত্রী সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। পুলিশ এরপর তাড়া করে ডাকাতদের। রাতেই চার ডাকাতকে পাকড়াও করে দুঃসাহসিক অভিযানে।

প্রিন্স আনোয়ার শাহ রোডের উপরে ভয়াবহ এই ঘটনায় থরহরি কম্পমান স্বামী-স্ত্রী। তাঁদের কাছে যা কিছু ছিল সব দুষ্কৃতীদের হাতে তুলে দিয়েই রক্ষা পেয়েছেন তাঁরা। ব্যাগ হাতিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রাতের শহরে থানার নাকের ডগায় ঘটে যাওয়া এই ঘটনা আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় শহরবাসীর নিরাপত্তাকে।

থানা খুব কাছেই, মহিলার ফোন পেয়ে চটজলদি পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। ততক্ষণে অবশ্য দুষ্কৃতীরা পগার পার। তবে সিসিটিভি ফুটেজ দেখে তাদের গতিবিধি বুঝে যায় পুলিশ। রাতেই চলে অভিযান। একে একে চারজনকে গ্রেফতার করতে সমর্থ হন তদন্তকারীরা। রাতের মধ্যেই কিনারা করে ফেলেন ডাকাতির।

পুলিশ সক্রিয় হলেও রাতের শহরে নিরাপত্তা নিয়ে ওঠা প্রশ্নকে কিন্তু মুছে ফেলতে পারছে না তাঁরা। এক দুষ্কৃতী পালিয়ে যাওয়ার সময় ম্যানহোলে পড়ে যায়। তার কাদা পায়ের ছাপ দেখে তাকে ধরে ফেলে পুলিশ। এরপর একে একে সবাইকে পাকড়াও করে। পুলিশের ধরণা, নতুন এক গ্যাং ধনী ছেলে-মেয়েদের শনাক্ত করে টার্গেট করছে রাতের শহরে।

English summary
Couple is robbed in front of South city mall of Kokata to show pistol. Four robbers are arrested bt Yadavpur police station.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X