For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পোশাক বিধিতে অভিযুক্ত টিএমসিপি! অধ্যক্ষ বললেন, কলেজ মুক্ত

ছাত্রীর পোশাক নিয়ে দাদাগিরির অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। প্রতিবাদ করলে ওই ছাত্রী এবং তার বন্ধুদেরও হুমকির অভিযোগ।

  • |
Google Oneindia Bengali News

ছাত্রীর পোশাক নিয়ে দাদাগিরির অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। প্রতিবাদ করলে ওই ছাত্রী এবং তার বন্ধুদেরও হুমকির অভিযোগ। তাদের মারধরের অভিযোগও উঠেছে। ঘটনাস্থল গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ। কলেজ অধ্যক্ষের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তৃণমূল ছাত্র পরিষদের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে পুলিশ যায় বলেও জানা গিয়েছে।

 পোশাক বিধিতে অভিযুক্ত টিএমসিপি! অধ্যক্ষ বললেন, কলেজ মুক্ত

অভিযোগকারী ছাত্রী জানিয়েছে, শুক্রবার তাঁকে, তাঁর পোশাক নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন হুমকি দেয়। অভিযোগকারিনী দাবি করেছে, বারণ প্রসঙ্গে টিএমসিপির দাদাকে সে জানায়, রুচি অনুযায়ী, পছন্দ অনুযায়ী, স্লিভলেস পরতেই পারে। স্লিভলেস খারাপ জিনিস নয় বলেই দাবি করে ছাত্রী। সেই সময় টিএমসিপির দাদা বলেন, যখন বারণ করা হয়েছে, কেউ যেন তা না পরে আসে। ইউনিয়নের তরফে মারধর করা হয় বলেও অভিযোগ করেছে ওই ছাত্রী।

গড়িয়া দীনবন্ধু এন্ড্রুজ কলেজের ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদের দখলে। নারী দিবসের দিন তাঁদের গায়ে হাত তোলা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ছাত্রীর বন্ধুরা। এটা কি কলেজ, প্রশ্ন করেছেন ওই বান্ধবী। ছাত্রীর আরও এক বন্ধু বলেন, তাকে কলার ধরে মারা হয়। ফলে তার জানাও ছিড়ে য়ায়। ওই বন্ধুর দাবি, তিন বন্ধুকে চড় মারা হয়।

কলেজে কি পোশাক নিয়ে কোনও বিধি নিষেধ আছে, এই প্রশ্নের উত্তরে কলেজ অধ্যক্ষ জানিয়েছেন, তাদের কলেজ মুক্ত। রুচিশীল পোশাক হলে কোনও আপত্তি নেই। ইতিমধ্যেই অধ্যক্ষের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তৃণমূল ছাত্র পরিষদের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

English summary
Controversy over dress in Dinabandhu Andrews College in Garia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X