For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলকে 'ধাক্কা' দিল কংগ্রেস! ব্রিগেডের সমাবেশে যাওয়া নিয়েও ধোঁয়াশা

সারা দেশে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া নিয়ে তৃণমূলের প্রস্তাব উড়িয়ে দিল কংগ্রেস। কলকাতায় কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, সারা দেশে একের বিরুদ্ধে এক ফর্মুলা নির্ধারণ করা যায় না।

  • |
Google Oneindia Bengali News

সারা দেশে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া নিয়ে তৃণমূলের প্রস্তাব উড়িয়ে দিল কংগ্রেস। কলকাতায় কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, সারা দেশে একের বিরুদ্ধে এক ফর্মুলা নির্ধারণ করা যায় না। এটা করতে হবে রাজ্যভিত্তিক। এসম্পর্কে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, তৃণমূল নেত্রী যে পথের কথা বলেন, তা বরাবরই সঠিক বলে প্রমাণিত হয়েছে।

প্রদেশের মত নিয়েই কাজ

প্রদেশের মত নিয়েই কাজ

রাজ্যে তৃণমূলের মঞ্চে যোগ দেওয়া নিয়ে কোনও কথা বলতে গেলে আগে প্রদেশ কংগ্রেসের সঙ্গে আলোচনা করবে হাইকমান্ড। এমনটাই জানিয়েছেন রণদীপ সিং সুরজেওয়ালা। জানুয়ারিতে তৃণমূলের ব্রিগেজ সমাবেশে যোগ দেওয়া প্রসঙ্গে এমন মন্তব্য বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন:মুকুল প্রতিদিনই ফোন করছেন! এতদিন পর ধরে ফেললেন মমতা, তা প্রকাশও হয়ে গেল][আরও পড়ুন:মুকুল প্রতিদিনই ফোন করছেন! এতদিন পর ধরে ফেললেন মমতা, তা প্রকাশও হয়ে গেল]

 তৃণমূলের প্রস্তাব ওড়াল হাইকমান্ড

তৃণমূলের প্রস্তাব ওড়াল হাইকমান্ড

এদিকে, তৃণমূলের সারা দেশে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া নিয়ে প্রস্তাবও উড়িয়ে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। এপ্রসঙ্গে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, সারা দেশে একের বিরুদ্ধে এক ফর্মুলা নির্ধারণ করা যায় না। এটা করতে হবে রাজ্যভিত্তিক।

[আরও পড়ুন: লোকসভার আগে দক্ষিণে বড় জয় গেরুয়া বাহিনীর! রোহিত ভেমূলার বিশ্ববিদ্যালয়ে জিতল এবিভিপি][আরও পড়ুন: লোকসভার আগে দক্ষিণে বড় জয় গেরুয়া বাহিনীর! রোহিত ভেমূলার বিশ্ববিদ্যালয়ে জিতল এবিভিপি]

দলের শক্তিবৃদ্ধির ওপর জোর সোমেন মিত্রের

দলের শক্তিবৃদ্ধির ওপর জোর সোমেন মিত্রের

তৃণমূল কংগ্রেস রাজ্যে স্বৈরাচারী মনোভাব নিয়ে চলছে বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তৃণমূলের সঙ্গে জোট প্রসঙ্গে তাঁর মন্তব্য, রাজ্যে কংগ্রেসকে নিজের পায়ে দাঁড় করানো তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

[আরও পড়ুন: সিপিএমকে বিজেপি-র থেকে আলাদা করার প্রক্রিয়া শুরু! যা বললেন 'সাপ' খ্যাত জ্যোতিপ্রিয়][আরও পড়ুন: সিপিএমকে বিজেপি-র থেকে আলাদা করার প্রক্রিয়া শুরু! যা বললেন 'সাপ' খ্যাত জ্যোতিপ্রিয়]

মমতার পথই সঠিক, বললেন পার্থ

মমতার পথই সঠিক, বললেন পার্থ

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির মোকাবিলায় সারা দেশে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বিজেপির মোকাবিলায় ব্রিগেড সমাবেশে সিপিএম-সহ বিজেপি বিরোধী বিভিন্ন দলকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তৃণমূল নেত্রীর প্রস্তাবের কংগ্রেসের বিরোধিতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল নেত্রী যে পথের কথা বলেন, তা বরাবরই সঠিক বলে প্রমাণিত হয়েছে। কংগ্রেসের পথ কংগ্রেসকেই ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন তৃণমূল মহাসচিব।

English summary
Congress opposes TMC's proposal for one to one fight against BJP in the Country in the upcoming Lok sabha election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X