বিশ্বাসঘাতকতা থেকে শিক্ষা, লোকসভায় বঙ্গে একা চলার ঘোষণা গৌরব গগৈয়ের
রাহুল গান্ধীর দেখানো পথেই যে হাঁটছে প্রদেশ কংগ্রেস, তা একেবারেই স্পষ্ট করে দিলেন রাজ্যের পর্যবেক্ষক গৌরব গগৈ। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে পাশে বসিয়ে তিনি ঘোষণা করে দিলেন, রাজ্যে একাই লড়বে কংগ্রেস। তৃণমূলের সঙ্গে রাজ্যে যে জোট হচ্ছে না, তা পরিষ্কার করে দিলেন তিনি।

মৌসমের তৃণমূলে যাওয়া দুর্ভাগ্যজনক
মৌসম বেনজির নুরকে নিশানা করতেও ভুললেন না গৌরব গগৈ। তিনি বলেন, মৌসম বেনজির নুরের তৃণমূলে যাওয়া দুর্ভাগ্যজনক। তবে তাতে কংগ্রেসের কোনও ক্ষতি হবে না। বাংলায় কংগ্রেসকে ভাঙাচ্ছে তৃণমূল কংগ্রেস। মিথ্যা মামলা দিচ্ছে। তারপর এ রাজ্যে তৃণমূলের সঙ্গে একসঙ্গে চলা অযৌক্তিক।

তৃণমূলের সঙ্গে চলা অসম্ভব
গৌরব গগৈ বলেন, এ রাজ্যে তৃণমূলের সঙ্গে চলা অসম্ভব। তাই রাহুল গান্ধীর পদাঙ্ক অনুসরণ করে রাজ্যে একলা চলার ঘোষণা করে দিলেন গগৈ। এতদিন প্রদেশ কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোটের বিরোধিতা করে আসছিল। সেই দাবিতেই মান্যতা পড়ল কংগ্রেস ছেড়ে মৌসমের তৃণমূলে যাওয়ায়

কথা দিলে কথা রাখেন রাহুল
এদিন গৌরব গগৈ আরও বলেন, রাহুল গান্ধী কিছু বললে করে দেখান। রাহুল গান্ধী যে মিনিমাম ইনকাম গ্যারান্টি দিয়েছেন, তা করে দেখাবেনই। কংগ্রেস খুব তাড়াতাড়িই প্রচারে নামবে দেশজুড়ে। কংগ্রেস বরাবর গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে। গত পাঁচ বছরে মোদী শুধু স্বপ্ন দেখিয়েছেন। আমাদের প্রচারের অভাবে বিজেপি সুবিধা নিচ্ছে। তা আর হতে দেওয়া যাবে না।

ব্রিগেড বার্তা সত্ত্বেও বিশ্বাসঘাতকতা
তিনি বলেন রাজ্যে পরিস্থিতি আলাদা। তাই তৃণমূলের সঙ্গে যাওয়া সম্ভব নয়। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নৈতিক সমর্থন আছে। তাই ব্রিগেড বার্তা দিয়েছিলেন রাহুল-সোনিয়া। তারপরও মৌসম বেনজির নুরকে দলে নিয়ে বিশ্বাসঘাতকতা করল তৃণমূল।
[আরও পড়ুন:মৌসম বিশ্বাসঘাতক! গনি-আবেগ উসকিয়ে তৃণমূলকে হারানোর ‘বেনজির' চ্যালেঞ্জ সোমেনের]

যোগ্য জবাব বিশ্বাসঘাতকতাকে
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, মৌসম দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মৌসম দলকে বলেই যেতে পারতেন। কিন্তু ফোন করা সত্ত্বেও মিথ্যা কথা বলেছেন তিনি। স্কুল যাওয়ার নাম করে চলে গিয়েছেন সোজা নবান্নে। মালদহের মানুষ এই বিশ্বাস ঘাতকতাকে যোগ্য জবাব দেবেন।
[আরও পড়ুন:খাগড়াগড়-বিস্ফোরণকাণ্ডে এনআইএ-জালে দুই জঙ্গি, যৌথ অভিযানে সাফল্য গোয়েন্দাদের]