লোকসভার আগে বড়সড় রদবদল কংগ্রেসে, কে সরলেন-কে এলেন গুরুদায়িত্বে একনজরে
লোকসভার আগে প্রদেশ কংগ্রেসে বড় রদবদল ঘটালেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হলেও অধীর চৌধুরীকে সরিয়ে দেওয়া হল প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে। তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হল। তিনি হলেন নির্বাচন কমিটির চেয়ারম্যান। শুক্রবার এআইসিসি-র সাধারণ সম্পাদক অশোক গেহলট প্রদেশ কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটির নাম ঘোষণা করলেন।

সোমেন মিত্র
প্রদেশ কংগ্রেস সভাপতি পদে এলেন সোমেন মিত্র। ২০ বছর পর আবার তিনি ফিরলেন প্রদেশে কংগ্রেসের শীর্ষ আসনে। মাঝে কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে গিয়েছিলেন। আবার কংগ্রেসে ফিরে এসে তিনি শীর্ষপদে আসীন হলেন। লোকসভা ভোটের আগে সোমেন মিত্রের আস্থা রাখলেন রাহুল গান্ধী।

অধীর চৌধুরী
২০১৪ সাল থেকে প্রদেশ কংগ্রেসের সভাপতির পদে ছিলেন অধীর চৌধুরী। সোমেন মিত্রের অনুগামী বলে পরিচিত ছিলেন অধীর। তাঁকেই সরিয়ে সোমেন দায়িত্বে এলেন। অধীর চৌধুরী হয়ে গেলেন নির্বাচন কমিটির চেয়ারম্যান। রাজনৈতিক মহল মনে করছে, লোকসভার আগে এটা রাহুলের মাস্টারস্ট্রোক।

প্রদীপ ভট্টাচার্য
অধীর চৌধুরীর আগে প্রদীপ ভট্টাচার্যও প্রদেশ কংগ্রেসের দায়িত্ব সামলেছিলেন। তাঁর স্থলাভিষিক্ত হন অধীর চৌধুরী। নয়া কমিটিতে প্রদীপ ভট্টাচার্যকে কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান করা হল। রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য নয়া কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। লোকসভার আগে তাঁর দায়িত্ব বেড়ে গেল।

শঙ্কর মালাকার
মাটিগাড়া-নক্সালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার। বছর ৬৩-র এই নেতাকেও এবার রাহুল গান্ধী গুরু দায়িত্ব দিলেন। তিনি হলেন কার্যনির্বাহী সভাপতি। মোট চারজন কার্যনির্বাহী সভাপতি করা হয়েছে প্রদেশে। তার মধ্যে শঙ্কর মালাকার হলেন প্রথম।

নেপাল মাহাতো
পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। তিনি এবার প্রদেশেরও গুরু দায়িত্বে। তাঁকেও প্রদেশের ওয়ার্কিং প্রেসিডেন্ট বা কার্যনির্বাহী সভাপতি করা হল। শঙ্কর মালাকারের পরই তাণর নাম রয়েছে কার্যনির্বাহী সভাপতি হিসেবে।

আবু হাসেম খান চৌধুরী
মালদহের সাংসদ আবু হাসেম খান চৌধুরীকেও প্রদেশে কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি করা হল এবার। লোকসভার আগে দায়িত্ব বাড়ল মালদহের গনিখান পরিবারের এই সদস্যের। রাহুল গান্ধীর কংগ্রেসে প্রবীণ এই নেতাও গুরুত্ব পেলেন। দায়িত্ব পেলেন নয়া।

দীপা দাশমুন্সি
প্রিয়-পত্নী দীপা দাশমুন্সি এবার কংগ্রেসে বড় দায়িত্ব পেলেন। তাঁকে রাজ্যের কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব দিলেন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। লোকসভার আগে কার্যনির্বাহী সভাপতি করা হল রায়গঞ্জের প্রাক্তন এই সাংসদকে। এর আগে তিনি ইউপিএ সরকারের মন্ত্রীও ছিলেন।

অভিজিৎ মুখোপাধ্যায়
জঙ্গিপুরের সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় এবার কংগ্রেসের সংগঠনেও গুরুদায়িত্ব পেলেন। তাঁকে ম্যানিফেস্টো কমিটির চেয়ারম্যান করা হল। এআইসিসি যে তালিকা প্রকাশ করেছে তাতে নতুন দায়িত্ব পেলেন প্রণব-পুত্র।

অমিতাভ চক্রবর্তী
অমিতাভ চক্রবর্তী নতুন প্রদেশ কমিটিতে নতুন দায়িত্ব পেলেন। তাঁকে আউটরিচ ও কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান করা হল। লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে নতুন আঙ্গিকে ওয়ার্কিং কমিটি সাজালেন রাহুল গান্ধী।

শুভঙ্কর সরকার
কো-অর্ডিনেশন কমিটির কনভেনর হলেন শুভঙ্কর সরকার। প্রদীপ ভট্টাচার্যকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এই কমিটিতেই শুভঙ্কর সরকারকে কনভেনর করা হল। লোকসভা ভোটের আগে কংগ্রেসে প্রাণ আনতেই এই উদ্যোগ রাহুল গান্ধীর।

সন্তোষ পাঠক
সন্তোষ পাঠক হলেন ম্যানিফেস্টো কমিটির কনভেনর। এই কমিটির চেয়ারম্যান অভিজিৎ মুখোপাধ্যায়। অভিজিৎ মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটির কনভেনর সন্তোষ পাঠক। লোকসভা নির্বাচনের আগে নীতি নির্ধারণ করবে এই কমিটি।