For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে আজ পথে মমতা, মিছিল শুরু বেলা ১২ টায়

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সোমবারের পর মঙ্গলবারেও পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সোমবারের পর মঙ্গলবারেও পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মিছিল হবে যাদবপুর এইট বি থেকে ভবানীপুর যদুবাবুর বাজার পর্যন্ত। এই মিছিলের নেতৃত্ব তিনিই দেবেন। বুধবার মিছিল হবে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে আজ পথে মমতা, মিছিল শুরু বেলা ১২ টায়

সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির প্রতিবাদে সোমবার পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা একটায় ময়দানে আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় জোড়াসাঁকোতে। সেখান থেকে মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করেন। নাম না করে রাজ্যপালকেও আক্রমণ করেন।

সোমবার মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলবার বেলা ১২ টায় যাদবপুর এইট বি স্ট্যান্ড থেকে সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির প্রতিবাদে মিছিল বের হবে। সেই মিছিলের নেতৃত্ব তিনিই দেবেন। মিছিল গড়িয়াহাট, রাসবিহারী হয়ে শেষ হবে ভবানীপুর যদুবাবুর বাজারে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন মিছিল হবে বুধবারেও। সেই মিছিলেও তিনিই থাকবেন। হাওড়া ময়দান থেকে মিছিল শুরু হয়ে যাবে ধর্মতলা পর্যন্ত। মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণভাবে মিছিলের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি কেউ যাতে মিছিলে ষড়যন্ত্র করতে না পারে তার জন্যই সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন।

English summary
CM Mamata Banerjee to hold rally from Jadavpur against Citizenship Act on December 17
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X