For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই নোবেলটা উদ্ধার করে দিন তো তৎপর হয়ে, বাঙালি আবেগ উসকে খোঁচা মমতার

‘যত তৎপরতা নিয়ে মোদীবাবুর নির্দেশে আমাদের পিছনে লাগেন আপনারা, তার থেকে একটু কম তৎপরতা নিয়ে নোবেলটা উদ্ধার করে দিন তো।’

  • |
Google Oneindia Bengali News

নিছক আক্রমণই নয়, সিবিআইকে খোঁচা দিতেও ছাড়লেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ধর্না-মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, যত তৎপরতা নিয়ে মোদীবাবুর নির্দেশে আমাদের পিছনে লাগেন আপনারা, তার থেকে একটু কম তৎপরতা নিয়ে নোবেলটা উদ্ধার করে দিন তো। সিবিআইকে খোঁচা দেওয়ার সঙ্গে সঙ্গে বাঙালি আবেগও উসকে দিলেন মমতা।

সিবিআই নোবেলটা উদ্ধার করে দিন তো তৎপর হয়ে, বাঙালি আবেগ উসকে খোঁচা মমতার

এদিন একযোগে মোদী সরকার ও সিবিআইকে নিশানা করে মমতা বন্দ্যোপধ্যায় হুঙ্কার ছেড়েছিলেন, 'আমায় পাঙ্গা নিলে আমি আরও চাঙ্গা হয়ে যাই। তবে দাঙ্গা করি না। আমি দেশের জন্য জীবন দিতে পারি, কিন্তু কোনও অন্যায় সহ্য করব না।' তারপরই সিবিআইকে দিলেন নোবেল-খোঁচা।

[আরও পড়ুন:ইচ্ছা করেই অভিযানের চেহারা বদল! ভয় পাচ্ছেন কেন মমতা, প্রশ্ন সিপিএম-এর][আরও পড়ুন:ইচ্ছা করেই অভিযানের চেহারা বদল! ভয় পাচ্ছেন কেন মমতা, প্রশ্ন সিপিএম-এর]

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বহুবার বলেছি সিবিআইকে। অনেক বছর তো হল, আর কেন, এবার সিআইডিকে তদন্তভার দিন। সিবিআই সাত-আট বছর ধরে নোবেল মামলায় কোনও সাফল্যই আনতে পারেনি। ঘুরিয়ে সিবিআইয়ের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন:মমতার গড় ছিনিয়ে নিতে আদিত্যনাথ আজ 'বাঙালি'! বিজেপি নেতার মাস্টারস্ট্রোক][আরও পড়ুন:মমতার গড় ছিনিয়ে নিতে আদিত্যনাথ আজ 'বাঙালি'! বিজেপি নেতার মাস্টারস্ট্রোক]

তাঁর কথায়, সিবিআই এবার তৎপর হয়ে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে যে বিষয়ে, সেই নোবেল পদক উদ্ধার করে দিক। আসল কাজের বেলায় নেই। শুধু পিছনে লাগার জন্য এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে প্রকারান্তরে আবার তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন:হাটে হাঁড়ি ভাঙলেন নবীন! মমতার ধরনা নিয়ে দিলেন 'অসহযোগ'- বার্তা][আরও পড়ুন:হাটে হাঁড়ি ভাঙলেন নবীন! মমতার ধরনা নিয়ে দিলেন 'অসহযোগ'- বার্তা]

English summary
CM Mamata Banerjee criticizes CBI on the investigation of Nobel. She puts up emotion of Bengali,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X