For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘুঘুর বাসা ভেঙে বৈপ্লবিক সিদ্ধান্ত মমতার! জমি কেনাবেচায় মিউটেশন এবার অনলাইনে

জমি কেনাবেচায় বৈপ্লবিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মিউটেশন করতে পারবেন ঘরে বসেই। বিএলআরও অফিসে ছুটে ছুটে আর আপনার পায়ের জুতো নষ্ট হয়ে যাবে না।

Google Oneindia Bengali News

জমি কেনাবেচায় বৈপ্লবিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মিউটেশন করতে পারবেন ঘরে বসেই। বিএলআরও অফিসে ছুটে ছুটে আর আপনার পায়ের জুতো নষ্ট হয়ে যাবে না। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এই বৈপ্লবিক সিদ্ধান্তের কথা।

মিউটেশন হবে অনলাইনে

মিউটেশন হবে অনলাইনে

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার থেকে জমি কেনাবেচায় মিউটেশন হবে অনলাইনেই। আপনাকে আর যেতে হবে না ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরে। আপনি ঘরে বসেই মিউটেশন করে নিতে পারবনে। অর্থাৎ আপনার সামনে অনলাইন মিউটেশনের দুয়ার খুলে যাচ্ছে।

বড় সিদ্ধান্ত, বৈপ্লবিক সিদ্ধান্ত

বড় সিদ্ধান্ত, বৈপ্লবিক সিদ্ধান্ত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনলাই মিউটেশনের কথা ঘোষণা করে জানান, এটা একটা বড় সিদ্ধান্ত। বৈপ্লবিক সিদ্ধান্ত বলতে পারেন। জমি কেনাবেচার পর মিউটেশনের জন্য ক্রেতা ও বিক্রেতাকে আর বিএলআরও অফিসে যেতে হবে না। এর ফলে অনেক সময় বাঁচবে।

ঘুঘুর বাসা ভাঙতেই সিদ্ধান্ত

ঘুঘুর বাসা ভাঙতেই সিদ্ধান্ত

মুখ্যমন্ত্রী বলেন, শুধু সময়ই বাঁচবে তা নয়, টাকা চাওয়ার যে অভিযোগ উঠত, তা থেকে রেহাইও মিলবে জমির ক্রেতা-বিক্রেতাদের। আমার কাছে এমন অভিযোগ অনেক আসত যে, মিউটেশন করতে গেলে তাঁদের কাছে টাকা চাওয়া হচ্ছে। এই দুর্নীতি বা ঘুষ নেওয়ার ঘুঘুর বাসা ভাঙতেই এই সিদ্ধান্ত নেওয়া হল।

খাসমহলে এক লক্ষ মালিকানা

খাসমহলে এক লক্ষ মালিকানা

এদিন মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, মেদিনীপুর-খড়গপুরের খাসমহলে প্রায় এক লক্ষ মানুষকে জমির মালিকানা দেওয়া হবে। এখানে মোট ১৬১৮ একর খাস জমি রয়েছে। তাঁদের অধিকার দেওয়া হবে। উদ্বাস্তু কলোনিকে দেওয়া হবে সরকারি স্বীকৃতি। আলিপুরদুয়ারেও বেশ কিছু পরিবারকে জমির মালিকানা দেওয়া হবে।

বিনিয়োগ, কর্মসংস্থান

বিনিয়োগ, কর্মসংস্থান

এদিনই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ফ্লিপকার্ট ৯৯১ কোটি টাকা বিনিয়োগ করবে রাজ্যে। তারা লজিস্টিব হাব করবে। এর ফলে প্রায় ১০ হাজার কর্মসংস্থান তৈরি হবে। লেদার কমপ্লেক্সেও এক হাজার নতুন বিনিয়োগ আসতে চলেছে। এ জন্য রাজ্য ৩৫০ একর জমি দেবে। এর ফলে তিন লক্ষ কর্মসংস্থান হবে।

English summary
CM Mamata Banerjee announces the mutation will be done online. She takes this decision to break the corruption propensity,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X