For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিলনাড়ুতে লাগাতার বৃষ্টি, বঙ্গে শীত আসতে বাকী আরও কয়েকদিন

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৭ ডিসেম্বর : ডিসেম্বরের প্রথম সপ্তাহ কেটে গেল। অথচ বঙ্গে এখনও দেখা নেই শীতের। এই নিয়ে যখন গেল গেল রব তুলছেন সাধারণ মানুষ তখন বিশেষজ্ঞদের অবস্থাও তথৈবচ।

ঠিক কবে থেকে এরাজ্যে শীত পড়বে তা হলফ করে বলতে পারছেন না হাওয়া অফিসের কর্মকর্তারাও। শুধু জানা গিয়েছে, তামিলনাড়ুতে চলা লাগাতার বৃষ্টিপাতের ফলে রাজ্যের আকাশ মেঘে ঢেকেছে।

তামিলনাড়ু লাগাতার বৃষ্টি, বঙ্গে শীত আসতে বাকী আরও কয়েকদিন

দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের ফলে এরাজ্যের বায়ুতে অনেক পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। ফলে সকাল থেকেই কুয়াশায় ঢেকে থাকছে আকাশ। এবং বেলা বাড়ায় সঙ্গে সঙ্গেই শীতের আমেজ উধাও হয়ে যাচ্ছে।

কলকাতার বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় ৮৩ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২০ ডিগ্রির উপর-নিচে। ফলে শীতের আমেজে গা সেঁকার মতো এখনও কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

গতবছর এমন সময়ে যা তাপমাত্রা ছিল তা বর্তমান তাপমাত্রার চেয়ে প্রায় ৬-৭ ডিগ্রি কম। ফলে এবছর এখনও পর্যন্ত শীতের কড়া আমেজ থেকে বঞ্চিতই থাকতে হচ্ছে বঙ্গবাসীকে। তামিলনাড়ু ঝঞ্ঝা কাটিয়ে উঠে শীত ফিরুক বঙ্গে। আপাতত প্রার্থনা সেটাই।

English summary
Cloudy forecast : due to Tamilnadu rain, no winter in Kolkata till now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X