For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদালতেই গ্রেফতার ভারতী ঘোষের স্বামী! জামিন খারিজের পরেই পদক্ষেপ সিআইডির

প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের স্বামী এমএভি রাজুকে গ্রেফতার করল সিআইডি। দাসপুর থানায় করা প্রতারণা মামলার প্রেক্ষিতেই রাজুকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় এখনও ফেরার রয়েছেন ভারতী ঘোষ ও তাঁর দেহরক্ষী।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের স্বামী এমএভি রাজুকে গ্রেফতার করল সিআইডি। দাসপুর থানায় করা প্রতারণা মামলার প্রেক্ষিতেই রাজুকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় এখনও ফেরার রয়েছেন ভারতী ঘোষ ও তাঁর দেহরক্ষী। বুধবার এমভি রাজুকে আদালতে তোলা হবে।

আদালতেই গ্রেফতার ভারতী ঘোষের স্বামী! জামিন খারিজের পরেই পদক্ষেপ সিআইডির

দাসপুর থানায় করা প্রতারণা মামলায় বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে প্রায় ১১ বার ভবানীভবনে ডেকে পাঠানো হয়েছিল ভারতী ঘোষের স্বামী এমএভি রাজুকে। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে আদালতের নির্দেশকে সামনে রেখে বারবার সেই হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন এমএভি রাজু। অভিযোগ, সেই সব প্রশ্নের উত্তর দেননি রাজু। মঙ্গলবার শুনানির সময় হাইকোর্টের বিচারপতি আগাম জামিনের আর্জি খারিজ করে দেন। এরপরেই আদালত চত্বর থেকেই এমভি রাজুকে আটক করে ভবানীভবনে নিয়ে যাওয়া হয় বলে সূত্রের খবর। তারপরই রাজুকে গ্রেফতারের খবর জানানো হয় সিআইডির তরফে।

নোটবন্দির সময় বেআইনি ভাবে সোনা কেনাবেচা এবং ভয় দেখিয়ে প্রতারণা সংক্রান্ত মামলা দাসপুর থানায় দায়ের করা হয়েছিল। মামলাটি দীর্ঘদিন আদালতের বিচারাধীন ছিল। এর আগে ভারতী ঘোষ এবং তাঁর স্বামীকে বাদ দিয়ে বাকি অভিযুক্তদের গ্রেফতার করেছিল সিআইডি। এই মামলায় এখনও ফেরার রয়েছেন ভারতী ঘোষ ও তাঁর দেহরক্ষী।

তবে এই মামলায় ভারতী ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও সময়ে চার্জশিট পেশ করতে পারেনি সিআইডি। ইতিমধ্যেই এই মামলায় জামিন পেয়ে গিয়েছেন, সোনা ব্যবসায়ী বিমল ঘড়ুই এবং ভারতীর আনন্দপুরের আবাসনের কেয়ারটেকার রাজমঙ্গল সিং-সহ অভিযুক্ত পুলিশকর্মীরা।

English summary
CID arrested MAV Raju, husband of Ex IPS Bharati Ghosh in fraud case in Daspur Thana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X