For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী বিরোধী জোটের নীল-নকশা তৈরির উদ্যোগ, মমতা-সকাশে অনুঘটক চন্দ্রবাবু

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমীকরণ মেনেই বিজেপি বিরোধী জোট গড়তে চান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। বিজেপিকে উচিত শিক্ষা দিতে তিনি এবার মোদী বিরোধী জোটে চান মমতাকেও।

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমীকরণ মেনেই বিজেপি বিরোধী জোট গড়তে চান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। বিজেপিকে উচিত শিক্ষা দিতে তিনি এবার মোদী বিরোধী জোটে চান মমতাকেও। এর আগে দিল্লিতে উপস্থিত হয়ে তিনি জোট গঠনে তদ্বির করেছেন, এবার বাংলার মুখ্যমন্ত্রীকে জোটে পেতে তিনি আগ্রহী।

রাহুল গান্ধীর হাত ধরেছেন

রাহুল গান্ধীর হাত ধরেছেন

এতদিন বিজেপির বন্ধু ছিলেন। কিন্তু কথা রাখেননি মোদী। তিনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে অন্ধ্রপ্রদেশের জন্য হাত পেতেছেন, ফিরিয়ে দিয়েছেন মোদী। তাই তিনি এবার জবাব দিতে হাত ধরলেন রাহুলের। রাহুলও বেজায় খুশি মোদীকে হারাতে জোটের শক্তিবৃদ্ধির ফলে। তাই দুই নেতা সম্প্রতি আলোচনাতেও বসেছিলেন।

মমতাকে চান চন্দ্রবাবু

মমতাকে চান চন্দ্রবাবু

তারপরই চন্দ্রবাবু নাইডু মোদী বিদায়কে বাস্তব রূপ দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হতে চলেছেন। এই কাজ শুরু করেছিলেন মমতা। তাই তিনি মোদী বিরোধী জোটে সর্বাগ্রে চান বাংলার মুখ্যমন্ত্রীকে। সেই লক্ষ্য নিয়েই আগামী ১৯ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চন্দ্রবাবু নাইডুর সাক্ষাৎ হতে চলেছে। হবে আলোচনাও।

ফর্মুলা এক বনাম এক

ফর্মুলা এক বনাম এক

মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ডাক দিয়েছিলেন একের বিরুদ্ধে এক প্রার্থীর ফর্মুলা মেনে ভোট করার। সেই ফর্মুলার বাস্তব রূপ দিতে এবার চন্দ্রবাবু আসছেন মমতা-শরণে। দুই সুপ্রিমোর বৈঠক থেকে কী বার্তা আসে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। মোদী বিরোধী জোটের ভবিষ্যৎ গড়ে দিতে এই উদ্যোগ।

আঞ্চলিক নেতাদের এক মঞ্চ

আঞ্চলিক নেতাদের এক মঞ্চ

সম্প্রতি দিল্লিতে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পাশাপাশি আঞ্চলিক দলগুলির সু্প্রিমোর সঙ্গে বৈঠক সেরেছেন। ফারুক আবদুল্লা থেকে শুরু করে স্ট্যালিন, দেবেগৌড়া, কেজরিওয়াল, মায়াবতী, শরদ যাদব, যশবন্ত সিনহারা ছিলেন চন্দ্রবাবুর সঙ্গে বৈঠকে। সেখানেই সিদ্ধান্ত হয়, বিরোধীরা ভোট ভাগাভাগি করবে, আর লাভের গুড় খাবে বিজেপি, তা হবে না। একের বিরুদ্ধে এক ফর্মুলাতে লড়বেন তাঁরা।

জোটের নীল নকশা রূপায়নই উদ্দেশ্য

জোটের নীল নকশা রূপায়নই উদ্দেশ্য

চন্দ্রবাবু দিল্লির বৈঠকের পরই বাংলায় আসার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই জোটের নীল নকশা প্রস্তুত করতে চান তিনি। সেইমতোই বাংলায় আসছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টি বা টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। বিরোধী দলগুলিকে এক সুতোয় বাঁধাই তাঁর উদ্দেশ্য।

চন্দ্রবাবু অনুঘটক

চন্দ্রবাবু অনুঘটক

এখন বিরোধী ঐক্যে শান দেওয়ার কাজ করছেন চন্দ্রবাবু নাইডু। তেলেঙ্গানায় কংগ্রেসের সঙ্গে জোট গড়েছেন। এবার লোকসভায় মোদী বিরোধী জোট গড়তে তিনি অনুঘটকের কাজ করছেন বলে জানিয়েছেন নিজেই। দেশের স্বার্থে, দশের স্বার্থে মোদীর শাসনের অবসান ঘটানো দরকার বলে তিনি জানান।

English summary
Chandrababu Naidu will meet with Mamata Banerjee to build unity. He is working as Catalyst to fulfill targets in 2019 Loksabha Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X