For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরহাদকে চিঠি সিবিআই-এর! নারদ মামলায় নতুন মোড

নারদ মামলায় এবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিল সিবিআই। চিঠিতে ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত পুরসভার ভিআইপি করিডরের দায়িত্বে কারা ছিলেন তা জানতে চাওয়া হয়েছে।

Google Oneindia Bengali News

নারদ মামলায় এবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিল সিবিআই। চিঠিতে ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত পুরসভার ভিআইপি করিডরের দায়িত্বে কারা ছিলেন তা জানতে চাওয়া হয়েছে। সিবিআই পুরসভার মোট চারজনকে তাদের দফতরে হাজিরে দেওয়ার জন্য চিঠি দিয়েছিল। সূত্রের খবর অনুযায়ী,শুক্রবার এঁদের মধ্যে তিনজন শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন বলে জানা গিয়েছে।

ফিরহাদকে চিঠি সিবিআই-এর! নারদ মামলায় নতুন মোড

২০১৬-র বিধানসভা ভোটের আগে বিজেপির দফতর থেকে ভিডিও প্রকাশ করা হয়েছিল তাতে। তৎকালীন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে তোয়ালেতেমুড়ে টাকা নিতে দেখা গিয়েছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছিল ফিরহাদ হাকিমকেও। যদিও সেই ভিডিও আসল না নকল তা পরীক্ষা করে দেখেনি ওয়ার ইন্ডিয়া বেঙ্গলি।

[আরও পড়ুন:মোহভঙ্গ বিজেপিতে! ৫ তৃণমূল সদস্যের ঘর ওয়াপসি, চারদিনেই পালাবদল অনুব্রত-গড়ে][আরও পড়ুন:মোহভঙ্গ বিজেপিতে! ৫ তৃণমূল সদস্যের ঘর ওয়াপসি, চারদিনেই পালাবদল অনুব্রত-গড়ে]

সেই ঘটনারই তদন্তে সিবিআই-এর চিঠি ফিরহাদ হাকিমকে। সূত্রের খবর অনুযায়ী, মেয়রকে চিঠি পাঠিয়েছেন সিবিআই আধিকারিক রঞ্জিত কুমার।

চিঠিতে জানতে চাওয়ার পাশাপাশি জেরার জন্য ডাকা হয়েছে ২০১৪ থেকে ২০১৯-এর মধ্যে কলকাতা পুরসভার ভিআইপি করিডরের দায়িত্বে থাকা চারজনকে।

[আরও পড়ুন:ভাঙরের ছায়া পশ্চিম মেদিনীপুরে! বিদ্যুৎ কেন্দ্রের প্রবল বিরোধিতা স্থানীয়দের][আরও পড়ুন:ভাঙরের ছায়া পশ্চিম মেদিনীপুরে! বিদ্যুৎ কেন্দ্রের প্রবল বিরোধিতা স্থানীয়দের]

English summary
CBI gives letter to Mayor Firhad Hakim on Narad case. CBI gives notice to four including Firhad. Three of themalready pewsent before CBI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X