For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা মামলায় ফের সক্রিয় সিবিআই! তৃণমূল ঘনিষ্ঠ শিল্পী ও ব্যবসায়ীকে তলব

সারদা তদন্তে ফের সক্রিয় সিবিআই। আবারও তলব করা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শিল্পী ও এক ব্যবসায়ীকে। শিল্পী শুভাপ্রসন্নকে তলব করা হয়েছে ৪ জুলাই।

Google Oneindia Bengali News

সারদা তদন্তে ফের সক্রিয় সিবিআই। আবারও তলব করা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শিল্পী ও এক ব্যবসায়ীকে। শিল্পী শুভাপ্রসন্নকে তলব করা হয়েছে ৪ জুলাই। অন্যদিকে ব্যবসায়ী শিবাজি পাঁজাকে তলব করা হয়েছে ৯ জুলাই। মূলত ছবি নিয়ে লেনদেন খতিয়ে দেখতেই এই তলব বলে সিবিআই সূত্রে খবর।

সারদা মামলায় ফের সক্রিয় সিবিআই! মমতা ঘনিষ্ঠ শিল্পী ও ব্যবসায়ীকে তলব

তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রি নিয়ে নানা অভিযোগ উঠেছে। অভিযোগ ছিল এককোটি ছিয়াশি লক্ষ টাকা দিয়ে ছবি কিনেছিলেন সারদা কর্ণধার সুদীপ্ত সেন। ছবি কিনেছিলেন তৃণমূলের ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী শিবাজি পাঁজাও। তিনি ৫০ লক্ষ টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিনেছিলেন বলে দাবি সিবিআই-এর। এপ্রসঙ্গে শিবাজি পাঁজাকে যেমন জেরা করা হয়েছিল, ঠিক তেমনই জেরা করা হয়েছিল একসময়ে তাঁরই ব্যবসায়িক অংশীদার কৌস্তব রায়কেও। জেরা করা হয়েছিল শিল্পী শুভাপ্রসন্নকেও।

সারদার চ্যানেল কেনাবেচা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শিল্পী শুভাপ্রসন্নকে জেরা করেছিল ইডি। ২০১২ সালে শুভাপ্রসন্নের কম্পানি দেবকৃপা ব্যাপার প্রাইভেট লিমিটেড সারদা গোষ্ঠীকে একটি নিউজ চ্যানেল বিক্রি করেছিল।

গতবছরের সেপ্টেম্বরে ব্যবসায়ী শিবাজি পাঁজাকে জেরা করেছিলেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছিল একটি কম্পানিতে শিবাজি পাঁজার শেয়ার ছিল। সেই কম্পানি সারদা কর্নধার সুদীপ্ত সেনের কাছে হস্তান্তর হয়েছিল। তা থেকে কয়েক কোটি টাকা পেয়েছিলেন শিবাজি পাঁজা।

আগেকার জিজ্ঞাসাবাদে কিছু অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। তাই। ফের তলব করা হয়েছে শুভাপ্রসন্ন এবং শিবাজি পাঁজাকে।

English summary
CBI calls Subhaprasanna and Shibaji Panja in Saradha investigation. CBI calls Subhaprasanna on 4th Julyand Shibaji Panja on 9th July.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X