For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'টুম্পা সোনা' গানে সিইউতে উদ্দাম নাচ ঘিরে তদন্ত শুরু

'টুম্পা সোনা' গানে সিইউতে উদ্দাম নাচ ঘিরে তদন্ত শুরু

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

সরস্বতী পুজোর উদযাপনে তারস্বরে বাজছে 'টুম্পা সোনা'৷ সেই গানের সঙ্গে চলছে ছাত্রছাত্রীদের উদ্দাম নাচ। মঙ্গলবার সরস্বতী পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে এমনই দৃশ্যের প্রেক্ষিতে এবার ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

টুম্পা সোনা গানে সিইউতে উদ্দাম নাচ ঘিরে তদন্ত শুরু

ঘটনায় উপাচার্যের বক্তব্য, সরস্বতী পুজো বা তার সঙ্গে কোনও অনুষ্ঠানেরই অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ কোন ছাত্রছাত্রীরা এই কাণ্ড ঘটালেন, তাঁদের চিহ্নিত করতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, করোনার বিধিনিষেধ কাটিয়ে গত সপ্তাহেই স্বাসরিরে উপস্থিতিতে ক্লাস শুরু হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের৷ মঙ্গলবার ক্যাম্পাসেই ছাত্রছাত্রীদের তরফে সরস্বতী পুজোর আয়োজন করা হয়৷ সেখানেই বহুল প্রচলিত টুম্পা সোনা গানের তালে নাচ ব্যাপক জনপ্রিয়তা পায়।

ছাত্রছাত্রীদের কয়েকজনই এই নাচগানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেন৷ তারপরই গোটা বিষয়টি নজরে আসে৷ বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও৷ কীভাবে পুজোর ব্যবস্থাপনা করা হল, কোথা থেকে টাকা এল, সেই উৎস খুঁজে বের করতে পারলেই পুজো এবং নাচগানের পিছনে কারা আছে, তা খুঁজে বের করা সম্ভব হবে বলেই দাবি করেছেন উপাচার্য৷

উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কোনও ছাত্র সংসদ নেই৷ যদিও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগেই কলেজ স্ট্রিট ক্যাম্পাসে সরস্বতী পুজোর আয়োজন করা হয়৷ সেখানে হাজির হন প্রাক্তন মন্ত্রী মদন মিত্রও৷ পুজো উপলক্ষ্যে জমায়েত হওয়া কয়েকজন ছাত্রছাত্রী নাচগানে মেতেছিলেন৷ ক্যাম্পাসের মধ্যেই লাগানো হয়েছিল বড় বড় ডিজে বক্স৷ সেই বক্সেই 'টুম্পা সোনা' সহ একাধিক বাংলা ও হিন্দি চটুল গান বাজানো হয়৷ সঙ্গে চলতে থাকে নাচ৷

নাচগানের জন্য ছাত্র ছাত্রীরা ভুল স্বীকার করলেও শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যার দেবীর পুজোর আয়োজনে কোনও ভুল দেখছে না শাসক দলের ছাত্র সংগঠন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ নেতা রনি ঘোষ জানান, 'সাধারণ ছাত্রছাত্রারা এটা করেছে। এক বছর ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ। কাল আসার সুযোগ পেয়েছে।
এতদিন বাড়িতে আটকে।'

লক্ষ্মীরতন কি বিজেপিতে যাচ্ছেন? জবাব দিলেন খোদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন কি বিজেপিতে যাচ্ছেন? জবাব দিলেন খোদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী

English summary
Calcutta university starts investigation on dance of students in Tumpa shona song
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X