For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃদ্ধা মায়ের অস্বাভাবিক মৃত্যুর পর দেহ পড়ে টালিগঞ্জের বাড়িতে! আমেরিকা প্রবাসী ছেলের খোঁজ পুলিশের

বৃদ্ধার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য টালিগঞ্জের রানি ভবানি রোড এলাকায়। প্রতিবেশীদের ফোনে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, দেহে পচন ধরেছিল। কীভাবে ওই বৃদ্ধার মৃত্যু তা অবশ্য জানা যায়নি।

  • |
Google Oneindia Bengali News

বৃদ্ধার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য টালিগঞ্জের রানি ভবানি রোড এলাকায়। প্রতিবেশীদের ফোনে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, দেহে পচন ধরেছিল। কীভাবে ওই বৃদ্ধার মৃত্যু তা অবশ্য জানা যায়নি। তবে এই বৃদ্ধা যে একা থাকতেন, তা জানিয়েছেন প্রতিবেশীরা।

উচ্চপ্রযুক্তির করোনা ল্যাবের উদ্বোধনে মোদী! হাজির থাকবেন মমতা-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরাউচ্চপ্রযুক্তির করোনা ল্যাবের উদ্বোধনে মোদী! হাজির থাকবেন মমতা-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা

বাড়ি থেকে দুর্গন্ধ

বাড়ি থেকে দুর্গন্ধ

প্রতিবেশীরা জানিয়েছেন, দিন কয়েক ধরেই দুর্গন্ধ পাচ্ছিলেন তাঁরা। কিন্তু কোথা থেকে তা আসছিল তা বুঝতে পারেননি প্রথমে। রবিবার ওই গন্ধ আরও বাড়ে। এপরেই খোঁজ শুরু করেন স্থানীয়রা। বাড়ি নির্দিষ্ট করার পর স্থানীয়রাই খবর দেন থানায়।

একাকি বৃদ্ধের মৃত্যু

একাকি বৃদ্ধের মৃত্যু

সন্ধ্যারানী দাস নামে বছর ৭৫-এর বৃদ্ধ থাকতেন টালিগঞ্জের রানি ভবানী রোড এলাকায়। পুলিশ আসার পরে ঘরে ঢুকে দেখতে পায় মর্মান্তিক দৃশ্য। বৃদ্ধার পচা-গলা দেহ পড়ে রয়েছে বিছানার ওপর।

বৃদ্ধার মর্মান্তিক পরিণতিতে আক্ষেপ প্রতিবেশীদের

বৃদ্ধার মর্মান্তিক পরিণতিতে আক্ষেপ প্রতিবেশীদের

বৃদ্ধার এই মর্মান্তিক পরিণতি আক্ষেপ প্রতিবেশীদের। তাঁরা বলছেন, যদি আগে খোঁজ নেওয়া হত, তাহলে এই অবস্থা হত না। তাঁদের প্রশ্ন, তাহলে কি আমেরিকা প্রবাসী ছেলের সঙ্গে মায়ের কোনও যোগাযোগ ছিল না?

আমেরিকায় ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা পুলিশের

আমেরিকায় ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা পুলিশের

প্রতিবেশীরা বলছেন, মায়ের খোঁজ না পেলেও, ছেলের উচিত ছিল প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করা। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমেরিকা প্রবাসী ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তাঁরা।

English summary
Body of Elderly woman fell inside Tollygunge house as his son resides in America
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X