For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেদিনীপুরে আসছেন মোদী, লক্ষাধিক সমাগমের প্রস্তুতিতে ব্যাপক সাড়া পাচ্ছেন দিলীপরা

রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণো কোমর বেঁধে প্রস্তুতি শুরু করে দিল বিজেপি নেতৃত্ব। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে শুরু হল প্রচারাভিযান।

Google Oneindia Bengali News

রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণো কোমর বেঁধে প্রস্তুতি শুরু করে দিল বিজেপি নেতৃত্ব। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে শুরু হল প্রচারাভিযান। রাজ্যে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে পরিচ্ছন্ন করার কর্মসূচি নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর সভাস্থল ভরিয়ে তোলার জন্য শুরু হল প্রস্তুতি সভাও।

মেদিনীপুরে আসছেন মোদী, লক্ষাধিক সমাগমের প্রস্তুতিতে ব্যাপক সাড়া পাচ্ছেন দিলীপরা

সোমবারই মেদিনীপুরের সভাস্থল পরিদর্শন করেন বিজেপির প্রথম সারির সমস্ত নেতারা। সেই দলে ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা জয়প্রকাশ মজুমদার, লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে এলাকার নেতৃত্ব। রাজ্যের জঙ্গলমহলের জেলাগুলি থেকে দুই লক্ষাধিক মানুষের সমাগম করার উদ্দেশ্যে মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রস্তুতি সভা।

মঙ্গলবার ঝাড়গ্রাম বিজেপির সভায় বিপুল জনসমাগম দিলীপ ঘোষদের সেই আশার আলো দেখিয়েছে। ১৬ জুলাই মোদী সভা করবেন মেদিনীপুরে, তার আগে বিভিন্ন জেলায় প্রস্তুতি সভা চলবে। ২০১৬ সালের পর ২৭ মার্চ খড়গপুরে সভার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন মেদিনীপুরে। সেই কারণে এই সভাকে পরিপূর্ণ করে তোলাই মূল লক্ষ্য বিজেপির।

সামনেই পুরসভা নির্বাচন, তারপরই ২০১৯-এর লোকসভা। সেই কারণেই মেদিনীপুরের এই সভা অনেক বেশি করে রাজনৈতিক সভা হয়ে উঠতে চলেছে। নিছকই কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রকের সভাই থাকছে না এটি। কার্যত রূপ নিচ্ছে রাজনৈতিক সভায়। যে সভায় মূল টার্গেট হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ইতিমধ্যেই পুলিশের অনুমতি মিলেছে। জেলা শাসকের দফতরও সবুজ সংকেত দিয়েছে এই সভা নিয়ে। এখন আর কোনও প্রতিবন্ধকতা নেই। সোমবার থেকে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে সভার। এই মর্মে সোমবার রাতে মেদিনীপুর শহরের একটি হলে আলোচনা হয় বিজেপি নেতৃত্বের।

রাজ্যের শীর্ষ নেতৃত্ব ছাড়া ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিবপ্রকাশ, সম্পাদক সুরেশ পূজারি প্রমুখ। এদিন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন থেকে শুরু করে মূর্তি পরিচ্ছন্ন করার কর্মসূচিও নেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপি কর্মীরা দলে দলে ভাগ হয়ে এই কর্মসূচি পালন করবে।

[আরও পডুন:টার্গেট ২০১৯-এ রাজ্যে রাজ্যে 'ছোট' বন্ধুর খোঁজ! বিরোধীদলে থাকা বন্ধুদের সাহায্যের আশায় মোদীর দল][আরও পডুন:টার্গেট ২০১৯-এ রাজ্যে রাজ্যে 'ছোট' বন্ধুর খোঁজ! বিরোধীদলে থাকা বন্ধুদের সাহায্যের আশায় মোদীর দল]

[আরও পড়ুন:কাগজ হাতে প্রৌঢ় ছুটছেন মুখ্যমন্ত্রীর কনভয়ের পিছনে, দেখেই দাঁড়িয়ে পড়লেন মমতা][আরও পড়ুন:কাগজ হাতে প্রৌঢ় ছুটছেন মুখ্যমন্ত্রীর কনভয়ের পিছনে, দেখেই দাঁড়িয়ে পড়লেন মমতা]

English summary
BJP workers give great response in Narendra Modi’s meeting at Midnapur. Modi will come on July 16 before Lok Sabha Election 2019. Dilip Ghosh brigade starts preparation,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X