For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপের তৃণমূল-খোঁটায় বিদ্ধ মুকুল, এক বছরেই তাঁর ‘ক্যাপ্টেন-তত্ত্ব’ ভেঙে চুরমার

সবেমাত্র এক বছর হয়েছে মুকুল রায়ের। দেখতে গেলে বিজেপিতে নাম লেখানের পর এখনও একটা দুর্গাপুজো কাটেনি মুকুল রায়ের। এরই মধ্যে বিজেপিতে গভীর সংকটে মুকুল রায়।

Google Oneindia Bengali News

সবেমাত্র এক বছর হয়েছে মুকুল রায়ের। দেখতে গেলে বিজেপিতে নাম লেখানের পর এখনও একটা দুর্গাপুজো কাটেনি মুকুল রায়ের। এরই মধ্যে বিজেপিতে গভীর সংকটে মুকুল রায়। খোদ বিজেপি রাজ্য সভাপতিরই চক্ষুশূল হয়ে গেলেন তিনি। বৈঠকের মাঝেই তাঁকে খেতে হল তৃণমূলী খোঁটা। একদা 'সেকেন্ড ইন কম্যান্ডে'র শোচনীয় হাল বিজেপিতে।

দিলীপের খোঁটা মুকুলকে

দিলীপের খোঁটা মুকুলকে

দিলীপ ঘোষের অভিযোগ, মুকুল রায় তৃণমূলে থাকাকালীনও যে কাজ করেছেন, বিজেপিতে এসেও সেই কাজ শুরু করে দিয়েছেন। সমস্ত কাজেই নিজে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করে চলেছেন তিনি। এই অভিযোগ সামনে আসতেই দুই নেতার মধ্যে শুরু হয়ে যায় তীব্র কাজিয়া। সর্বভারতীয় নেতৃত্বের সামনেই দুই নেতার তুমুল বাগ-বিতণ্ডা চলে।

মুকুলের বিরুদ্ধে কী অভিযোগ দিলীপের

মুকুলের বিরুদ্ধে কী অভিযোগ দিলীপের

সম্প্রতি বাম সাংসদ নরহরি মাহাতো বিজেপিতে যোগ দিয়েছেন মুকুল রায়ের হাতে ধরে। বিজেপির বৈঠকে এ বিষয়ে সম্পূর্ণ কৃতিত্ব দাবি করেন মুকুল রায়। তা নিয়েই দুই নেতার দ্বন্দ্ব বাধে। মুকুল রায়ের এই ভূমিকা দেখে রেগে আগুন হয়ে যান বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ সরাসরি তাক করেন মুকুল রায়ের বিরুদ্ধে।

পায়ের তলার মাটি শক্ত করতে গোপন রিপোর্ট

পায়ের তলার মাটি শক্ত করতে গোপন রিপোর্ট

দিলীপ ঘোষ দাবি করেন, মুকুল রায় সর্বভারতীয় নেতৃত্বের কাঠছে গোপন রিপোর্ট পাঠিয়েছেন। নিজের পায়ের তলার মাটি শক্ত করতেই মুকুল রায় এই কাজ করেছেন বলে অভিযোগ দিলীপ ঘোষের। শুধু তাই নয়, তিনি ঘুরিয়ে বলেন মুকুল রায় বাংলার বিজেপিতে বিভাজন করতে চাইছেন।

নীচুতলার সংগঠন ডি-মরালাইজ হচ্ছে

নীচুতলার সংগঠন ডি-মরালাইজ হচ্ছে

নীচুতলার সংগঠনকে মুকুল রায় ডিমরাইলজ করছেন বলে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির। দলের কোর কমিটির বৈঠক চলাকালীন ফুঁসে উঠলেন দিলীপ। এই ঘটনায় নীচুতলার কর্মীদের মনোবলে চির ধরার আশঙ্কা করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। লোকসভার আগে বড় ধাক্কা বিজেপির কাছে।

বিজেপির মুখ কে? দ্বন্দ্ব প্রথম থেকেই

বিজেপির মুখ কে? দ্বন্দ্ব প্রথম থেকেই

কে হবেন বঙ্গ বিজেপির মুখ? তা নিয়ে দ্বন্দ্ব মুকুল রায় যোগ দেওয়ার পর থেকেই। একপক্ষ চাইছিলেন দিলীপ ঘোষই হন বঙ্গ বিজেপির মুখ। আর একটি পক্ষ চাইছিলেন মুকুল রায়কে। সেই লড়াই যাতে প্রকাশ্যে না আসে মুকুল রায় যোগ দিয়েই দিলীপ ঘোষকে ক্যাপ্টেন বলে সম্বোধন করেছিলেন। দিলীপ ঘোষও বলেছিলেন তাঁর টিমের ধোনি হলেন মুকুল রায়।

লোকসভাতেও মুখ মুকুল, তাতেই বিপত্তি

লোকসভাতেও মুখ মুকুল, তাতেই বিপত্তি

কেন্দ্রীয় নেতৃত্ব পঞ্চায়েত ভোটে মুকুল রায়কে দায়িত্ব দিয়েছিল। সেই নির্বাচনে সাফল্য এসেছে। সেই কৃতিত্ব নিয়েও মুকুল-দিলীপের মধ্যে লড়াই ছিল, তেমনই বিজেপির সংগঠনে কে বেশি প্রভাব বিস্তার করতে পারছে, তা নিয়েও অন্তর্দ্বন্দ্ব ছিল। তার মধ্যেই লোকসভায় মুকুল রায়কে দায়িত্ব দেওয়া হয়। দিলীপ ঘোষ মুকুল রায়ের পিছনে পড়ে যান। অন্তত কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।

মুকুল এগোতেই, দিলীপের ফোঁস

মুকুল এগোতেই, দিলীপের ফোঁস

এক বছর বিজেপিতে যোগ দিলেও এখনও কোনও পদ পাননি মুকুল রায়। পঞ্চায়েত ভোটের আগে নির্বাচন কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। ফের লোকসভা ভোটের আগে তিনি নির্বাচন কমিটির মাথায় বসেছেন এই যা। কিন্তু পঞ্চায়েতে ছিলেন দিলীপ ঘোষের গ্রিপের মধ্যে। এবার কিন্তু সরাসরি অমিত শাহদের তত্ত্বাবধানে মুকুল। প্রশ্ন উঠছে তাতেই কি মুকুলের বিরুদ্ধে ফোঁস করে উঠলেন দিলীপ?

English summary
BJP state president Dilip Ghosh criticizes Mukul roy about TMC. Bengal BJP will face big trouble for Dilip Ghosh and Mukul roy’s controversy in front of central leaders.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X