For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগী রাজ্যের থেকে 'ভাল' কলকাতা! মহালয়ার তর্পণে বাড়বে ভিড়

এবার মহালয়ার তর্পণে কলকাতার ঘাটে বাড়তে চলেছে ভিড়। তবে সেই ভিড়টা রাজনৈতিক ভিড়ও বটে।

  • |
Google Oneindia Bengali News

এবার মহালয়ার তর্পণে কলকাতার ঘাটে বাড়তে চলেছে ভিড়। তবে সেই ভিড়টা রাজনৈতিক ভিড়ও বটে। সব কিছু ঠিকঠাক থাকলে, বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা কলকাতার ঘাটে মহালয়ার দিন তর্পণ করবেন। প্রসঙ্গত পরিবারের যেসব সদস্যের সাম্প্রতিক কালে মৃত্যু হয়েছে, তাঁদের স্মৃতিতেই এই তর্পণ।

তর্পণ করতে কলকাতায় আসছেন জেপি নাড্ডা

তর্পণ করতে কলকাতায় আসছেন জেপি নাড্ডা

বিজেপির কার্যনির্বাহী সভাপতি হওয়ার পর প্রথমবার কলকাতায় আসতে চলেছেন জেপি নাড্ডা। কলকাতায় এসে তিনি মহালয়ার দিন তর্পণে অংশ নেবেন বলে বিজেপি সূত্রে খবর। দিল্লিতে অমিত শাহেরবাড়িতে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বিষয়টি জানিয়েও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের আরও খবর বিজেপির রাজ্য নেতৃত্বের তরফেই শীর্ষ নেতৃত্বের কাউকে তর্পণে পাঠানোর জন্য অনুরোধকরা হয়েছিল।

তৃণমূলের কটাক্ষ

তৃণমূলের কটাক্ষ

বিজেপির এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের কটাক্ষ, রাজ্য বিজেপির বাংলায় কোনও মুখ নেই, সংগঠনও নেই। তাই কেন্দ্রীয় নেতৃত্বকে আসতে হচ্ছে। তাদের আরও কটাক্ষ তর্পণেরসব থেকে ভাল জায়গা তো যোগী রাজ্যের প্রয়াগ। সেখানে না গিয়ে পশ্চিমবঙ্গ তথা কলকাতায় বিজেপির শীর্ষ নেতৃত্বের বেছে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

থাকতে পারেন শহিদ পরিবারের সদস্যরা

থাকতে পারেন শহিদ পরিবারের সদস্যরা

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইতিমধ্যেই জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের সময় থেকে, তাদের অনেক কর্মীকে হত্যা করা হয়েছে। সেই জন্যই তর্পণের আয়োজন। তাতে জেপি নাড্ডার যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, ৩৭০ ধারা রদ নিয়ে একটি আলোচনা সভায় অংশ নিতে জেপি নাড্ডা মহালয়ার আগের দিন কলকাতায় আসবেন। আর পরের দিন গঙ্গার ঘাটে যাবেন তর্পণ করতে। সেই তর্পণে বিজেপির শহিদ পরিবারের সদস্যদের হাজির করানোর চেষ্টা করা হচ্ছে।

English summary
BJP's working president JP Nadda will come in Kolkata on Mahalaya to pay homage to his ancestors
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X