For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল ও অর্জুনকে খুনের ষড়যন্ত্র চলছে! পুলিশ বিজেপির জুতো পালিশ করবে, বললেন কৈলাস বিজয়বর্গীয়

মুকুল রায় ও অর্জুন সিং-এর অভিযোগ নিয়ে তাঁদের পাশেই দাঁড়ালেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

  • |
Google Oneindia Bengali News

মুকুল রায় ও অর্জুন সিং-এর অভিযোগ নিয়ে তাঁদের পাশেই দাঁড়ালেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। বুধবার শ্যামবাজারের মঞ্চ থেকে কৈলাস অভিযোগ করেন- বিজেপি নেতা হওয়ার পর থেকেই মুকুল রায় এবং অর্জুন সিংকে খুনের চক্রান্ত হচ্ছে। মুকুল রায় ও অর্জুন সিং অভিযোগ জানানোর পর এদিন কৈলাসের অভিযোগ করায় বিষয়টি নতুন মাত্রা পেল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

মুকুলের বিরুদ্ধে মামলা ৩২টি, অর্জুনের বিরুদ্ধে ৫০ টি

মুকুলের বিরুদ্ধে মামলা ৩২টি, অর্জুনের বিরুদ্ধে ৫০ টি

মুকুল রায় ও অর্জুন সিং-কে হত্যার ষড়যন্ত্র হচ্ছে বোঝাতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন রাজ্য সরকার মুকুল রায়ের বিরুদ্ধে ৩২ টি মামলা দায়ের করেছে। অন্যদিকে অর্জুন সিং-এর বিরুদ্ধে মামলা রয়েছে ৫০ টি। এমন কি এই রাজ্যে তার বিরুদ্ধেও মামলা রয়েছে বলে জানান কৈলাস। সূত্রের খবর অনুযায়ী তিনি বলেন, তৃণমূল সরকার পুলিসের ওপর ভরসা করছে, কিন্তু রাজ্যে বিজেপির সরকার এলেই পুলিশ বিজেপির জুতো পালিশ করবে।

 মুকুলের অভিযোগ

মুকুলের অভিযোগ

অর্জুন সিংকে হত্যার ষড়যন্ত্রে সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের অভিযোগ থেকে তিনি যে সরছেন না তা এদিন শ্যামবাজারের ধর্না মঞ্চ থেকে স্পষ্ট করেন দেন মুকুল রায়। রবিবার জগদ্দলে অর্জুন সিং-এর মাথা ফাটার ঘটনার পর সোমবারও একই অভিযোগ করেছিলেন মুকুল রায়।

কাঠগড়ায় মনোজ বর্মা

কাঠগড়ায় মনোজ বর্মা

অর্জুন সিং-এর অভিযোগ তাঁকে মারতে মারতে মনোজ বর্মা বলেন, কিষেণজিকে খুন করেছি, তোকেও মারব। অর্জুন সিং দাবি করেন বলেন, তাঁর ওপর হামলার ঘটনা আদালতের মাধ্যমে সিবিআই তদন্ত করে দেখুক। একইসঙ্গে মনোজ বর্মার ইতিহাসও তদন্ত করে দেখা হোক। এদিন শ্যামবাজারের ধর্না মঞ্চ থেকে অর্জুন সিং বলেন, মমতার নির্দেশেই খুনের ষড়যন্ত্র। আর মনোজ বর্মাকে সুপারি কিলার হিসেবে নিয়োগ করা হয়েছে।

English summary
BJP's central leader kailash vijayvargiya alleged there are conspiracy to kill Mukul Roy and Arjun Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X