For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনামূলের থেকে টাকা নিয়েছেন দেব! মিঠুনের নাম জড়িয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তাঁর যে ছবি প্রকাশিত হয়ে তাকে ভুয়ো বলে দাবি করলেন বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এদিন তিনি তৃণমূল সাংসদ দেবকে নিশানা করেছেন। তবে এই নিশানা পুরোপুরি রাজনৈতিক বলেও মন্তব্য করেছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলে যোগদান তিনি করছেন না। আর তৃণমূলের অফিসে যাওয়ার যে ছবি প্রকাশ করা হয়েছে, তাও ভুয়ো বলে দাবি খডগপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। একইসঙ্গে এদিন তিনি তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের বিরুদ্ধেও তোপ দেগেছেন।

এক্ষেত্রে জড়িয়ে পড়েছে অভিনেতা থেকে বিজেপি নেতা হওয়া মিঠুন চক্রবর্তীর নামও।

 দেব টাকা নিয়েছেন

দেব টাকা নিয়েছেন

বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এদিন দাবি করেছেন, তিনি এক সূত্র থেকে জানতে পেরেছেন পাঁচ কোটি টাকা গিয়েছে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের অ্যাকাউন্টে। সেই টাকা দিয়েছেন গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামূল হক। এছাড়া এটাও তিনি দেখেছেন, জিজ্ঞাসাবাদের জন্য দেব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিয়েছেন। তিনি আরও বলেছেন, যদি প্রমাণিত হয় দেব টাকা নিয়েছে, তাহলে তাঁর জেল পর্যন্ত হতে পারে। এর পরেও তাঁর সঙ্গে দেবের ভাল সম্পর্কেরও দাবি করেছেন হিরণ। দেবের কারণে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ পান না, সেই অভিযোগও উড়িয়ে দিয়েছেন দেব।

 মিঠুন চক্রবর্তীকে টাকা ফেরত দিতে হতে পারে

মিঠুন চক্রবর্তীকে টাকা ফেরত দিতে হতে পারে

হিরণ চট্টোপাধ্যায় এদিন দলেরই নেতা মিঠুন চক্রবর্তীর নামও তুলেছেন। তিনি বলেছেন, দেবের সঙ্গে প্রজাপতিতে অভিনয় করেছেন। জানেন না পারিশ্রমিক নিয়েছেন কিনা। তবে যদি তা নিয়ে থাকেন, তাহলে ফেরত পর্যন্ত দিতে হতে পারে আগের মতো। এটা অভিযোগ প্রমাণ হলে তবেই। প্রসঙ্গ বলে রাখা ভাল মিঠুন চক্রবর্তী একটা সময় চিটফান্ড সংস্থা সারদার একটি চ্যানেজে অনুষ্ঠান করতেন। যার জন্য তিনি পারিশ্রমিকও নিতেন। কিন্তু যখন প্রমাণিত হয় সেখানে সাধারণ মানুষের টাকা ঢালা হয়েছিল, সেই সময় মিঠুন চক্রবর্তী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সেই টাকা ফেরত দেন।

 তৃণমূলের সৎ নেতারাই বিজেপিতে যোগ দিতে চাইছেন

তৃণমূলের সৎ নেতারাই বিজেপিতে যোগ দিতে চাইছেন

নিজের বিজেপি ছাড়ার জল্পনা উড়িয়ে হিরণ চট্টোপাধ্যায় এদিন দাবি করেছেন, তৃণমূলের অনেক সৎ নেতা এখনি বিজেপিতে যোগ দিতে চাইছেন। শুধু তাঁর সঙ্গেই নয়, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন বলে দাবি করেছেন দেব। সেইসব নেতারা বলছেন, পশ্চিমবঙ্গকে বাঁচাতে তাঁরা বিজেপিতে যোগ দিতে চান। এইসব নেতারা বিজেপির জানলা একটু খোলার অপেক্ষায় রয়েছেন বলেও দাবি তাঁরা। হিরণ এদিন দাবি করেছেন, ২০১৪ থেকে তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ। তবে ২০২১-পর পর থেকে তার আর নেই।

তৃণমূলের কটাক্ষ

তৃণমূলের কটাক্ষ

তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার কটাক্ষ করে বলেছেন, এখন বিজেপি হিরণের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। তিনি দাবি করেছেন, বিজেপিতে সুকান্ত মজুমদার বনাম শুভেন্দু অধিকারীর লড়াইয়ে শুভেন্দু অধিকারীর পক্ষ নিয়েছেন। কেননা শুভেন্দু অধিকারী চান না মিঠুন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে সুকান্ত মজুমদার কোনও কর্মসূচিতে অংশ নিন।

নিয়োগ দুর্নীতিতে নাম উঠে আসা গোলাপ দলপতি এখন ঠিক কোথায়? ইডিকে কি বিভ্রান্ত করলেন কুন্তল ঘোষ, উঠছে প্রশ্ননিয়োগ দুর্নীতিতে নাম উঠে আসা গোলাপ দলপতি এখন ঠিক কোথায়? ইডিকে কি বিভ্রান্ত করলেন কুন্তল ঘোষ, উঠছে প্রশ্ন

English summary
BJP MLA Hiraan Chatterjee targets TMC MP Dipak Adhikari alias Deb embracing Mithun Chakraborty into it
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X