For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুক্রবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা! জল্পনায় রাজ্যের কয়েকটি আসনে প্রার্থীদের নাম

সূত্রের খবর অনুযায়ী শুক্রবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে দলের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হবে।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে কার্যত কয়েক কদম এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, বিজেপি হোক কিংবা বাম-কংগ্রেস কবে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ হবে, তা নিয়ে পরিষ্কার কিছু জানা যাচ্ছে না। তবে তোড়জোড় চলছে। সূত্রের খবর অনুযায়ী শুক্রবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে দলের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হবে।

 শুক্রবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা! জল্পনায় রাজ্যের কয়েকটি আসনে প্রার্থীদের নাম

যেহেতু পশ্চিমবঙ্গ নিয়ে অনেক আশা রয়েছে বিজেপির, তাই সাধারণ মানুষের মধ্যে কৌতুহলও রয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের
নাম সামনে এসেছে।

বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা


দার্জিলিং এসএস আলুওয়ালিয়া ( বর্তমান সাংসদ)
কোচবিহার দীপক বর্মন
আলিপুরদুয়ার মনোজ টিগ্গা( বর্তমানে বিধায়ক)
রায়গঞ্জ দেবজিৎ সরকার ( রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি)
মালদহ উত্তর খগেন মুর্মু ( সিপিএম বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে)
মালদহ দক্ষিণ শ্রীরূপা মিত্র মুখোপাধ্যায়
বিষ্ণুপুর সৌমিত্র খান ( তৃণমূল সাংসদ বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছেন)
বাঁকুড়া রাজু বন্দ্যোপাধ্যায়
পুরুলিয়া নরহরি মাহাত
বোলপুর অনুপম হাজরা ( তৃণমূল সাংসদ বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছেন)
বীরভূম লকেট চট্টোপাধ্যায়
ঘাটাল ভারতী ঘোষ ( প্রাক্তন পুলিশ সুপার)
কৃষ্ণনগর শমীক ভট্টাচার্য
বনগাঁ দুলাল বর ( কংগ্রেস বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে)
বারাসত সায়ন্তন বসু
শ্রীরামপুর কবীরশঙ্কর বসু
কলকাতা উত্তর রাহুল সিনহা
কলকাতা দক্ষিণ চন্দ্রকুমার বসু

English summary
BJP may announce candidates name for LoksabhaElections2019 on Friday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X