For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ জুলাই প্রশান্ত কিশোরকে কী দায়িত্ব তৃণমূলের! 'ফাঁস' করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার

২১ জুলাইয়ের মঞ্চ যে জলসায় পরিণত, তা নিয়ে মুকুল রায় বলেছেন আগেই। এবার কার্যত তাঁকেও ছাড়িয়ে গেলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

  • |
Google Oneindia Bengali News

২১ জুলাইয়ের মঞ্চ যে জলসায় পরিণত, তা নিয়ে মুকুল রায় বলেছেন আগেই। এবার কার্যত তাঁকেও ছাড়িয়ে গেলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। বললেন এবার ২১ জুলাই বিহার থেকে লোক আনার দায়িত্ব দেওয়া হয়েছে ইলেকশন স্ট্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকে।

জয়প্রকাশ মজুমদারের ব্যাখ্যা

জয়প্রকাশ মজুমদারের ব্যাখ্যা

এবারের ২১ জুলাই নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। সূত্রের খবর অনুযায়ী তিনি বলেছেন, ২১ জুলাই কম লোক হবে ধরেই নিয়েছে তৃণমূল। উত্তরবঙ্গ বিজেপির দখলে যাওয়ায় সেখান থেকে কমলোক আসবে। ফলে দক্ষিণবঙ্গের ভিড় সামাল দিতে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি প্রশান্ত কিশোরকে বিহার থেকে লোক আনার কথা বলেছেন।

'শহিদ দিবস এখন শহিদ উৎসব'

'শহিদ দিবস এখন শহিদ উৎসব'

তৃণমূলের ২১ জুলাইয়ের অনুষ্ঠানের কথা বলতে গিয়ে জয়প্রকাশ মজুমদার কটাক্ষ করেন। তিনি বলেছেন, তৃণমূলের শহিদ দিবস এখন শহিদ উৎসব। এই অনুষ্ঠানকে জলসা হিসেবে বর্ণনা করেছেন তিনি।

কমিশনের রিপোর্ট কোথায়, উঠছে প্রশ্ন

কমিশনের রিপোর্ট কোথায়, উঠছে প্রশ্ন

ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ২১ জুলাইয়ের ঘটনায় দোষীরা বিচার পাবে। আটবছর ক্ষমতায় থাকার পরেই তাঁর গড়া কমিশনের রিপোর্ট কোথায়, প্রশ্ন করেন এই বিজেপি নেতা।

২১ জুলাইয়ে প্রশান্ত কিশোর

২১ জুলাইয়ে প্রশান্ত কিশোর

এবার ২১ জুলাই শহিদ দিবসে উপস্থিত থাকতে পারেন ইলেকসন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। সংগঠনের অবস্থা সম্পর্কে আন্দাজ পেতেই তিনি উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। তবে এই সভায় কী হতে পারে, কোনও চমক থাকতে পারে কিনা, তা নিয়ে প্রশান্ত কিশোরের পরামর্শেই কোনও কথা বলছে না বলেই সূত্রের খবর।

English summary
BJP leader Joyprakash Mazumder criticises Prashant Kishor for their responsibility in 21st July
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X