For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাঁরা হরিনামে বাধা দিয়েছিল বিনাশ হয়ে গিয়েছে! মমতার ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন দিলীপ ঘোষ

বিনাশ কালে বিপরীত বুদ্ধি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমনটাই প্রতিক্রিয়া জানালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি নৈহাটিতে জনসভায়ভাষণ দিচ্ছিলেন।

  • |
Google Oneindia Bengali News

বিনাশ কালে বিপরীত বুদ্ধি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমনটাই প্রতিক্রিয়া জানালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি নৈহাটিতে জনসভায়
ভাষণ দিচ্ছিলেন। সেখানে তিনি বলেন ভোটের আগে যত মানুষ মমতার সঙ্গে ছিলেন, এখন তত মানুষও তাঁর সঙ্গে নেই। দিলীপ ঘোষের কথায় বিজেপি মানেই বিকাশ, বিজেপি
মানেই উন্নয়ন।

মমতাকে আক্রমণ দিলীপের

মমতাকে আক্রমণ দিলীপের

এদিন নৈহাটির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন দিলীপ ঘোষ। প্রশ্ন করে তিনি বলেন, যাঁরা মোদী হঠাও-এর স্লোগান দিয়েছিলেন তাঁরা এখন কোথায়। মমতা বলেছিলেন রাজ্যে বিজেপি একটা আসনও পাবে না। এর জবাব মানুষ দিয়েছে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। এখন তিনি বলছেন বিধানসভায় আসন পাবে না
বিজেপি। ভোটের আগে যত মানুষ সঙ্গে ছিলেন, এখন তত মানুষও তাঁর সঙ্গে নেই। দাবি করেন দিলীপ ঘোষ।

জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ

জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ

এদিনের সভা থেকে উত্তর ২৪ পরগনা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, জ্যোতিপ্রিয় মল্লিককে ফোনে কেউ একজন
জয় শ্রীরাম বলেছিলেন। এরপর জ্যোতিপ্রিয় মল্লিক ফোন করা ব্যক্তিকে গালাগালি করেন। সেই অডিও তিনি শুনেছেন বলে দাবি করেন। ভাটপাড়ার মতো উত্তর ২৪ পরগনা
থেকে তৃণমূলকে গঙ্গায় ফেলার ডাক দেন তিনি।

হিরণ্যকশিপুর নাম দিলীপের গলায়

হিরণ্যকশিপুর নাম দিলীপের গলায়

এদিন দিলীপ ঘোষের গলায় ছিল হিন্দু ধর্মে বর্ণিত হিরণ্যকশিপুর নাম। সূত্রের খবর অনুযায়ী, তিনি বলেন, হিরণ্যকশিপু হরিনামে বাধা দিয়েছিলেন। কিন্তু বিনাশ হয়ে গিয়েছিলেন তিনি।
এর আগে বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে হিরণ্যকশিপুর বংশধর বলে বর্ণনা করেছিলেন।

English summary
BJP leader Dilip Ghosh criticised CM Mamata Banerjee depending upon the Mythology. He calls forthrowing TMC into the Ganges.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X