For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অ্যান্টি ফ্রিজ প্রোটিন'-এ দৃষ্টান্তমূলক কাজ, 'ইয়াং সায়েন্টিস্ট' সম্মান কলকাতার বিজ্ঞানী-কে

শুক্রবারই বিকেলেই 'ইনসা মেডেল ফর ইয়াং সায়েন্টিস্ট ২০১৮'-র নাম ঘোষণা করা হয়। ফি বছরই ৩০ জন তরুণ বিজ্ঞানীকে এই সম্মান দেওয়া হয়ে থাকে।

Google Oneindia Bengali News

'আন্টার্টিকায় আপনি-আমি শরীরকে গরম রাখতে পারে এমন পোশাক না পরলে ঠান্ডা-তে জমে মরে যেতে পারি। কিন্তু, আন্টার্টিকার বুকেই রয়েছে এমন প্রাণী যারা ঠান্ডাতেও জমে যায় না। এর পিছনের অন্যতম কারণ হল অ্যান্টি ফ্রিজ প্রোটিন। আর এই অ্যান্টি ফ্রিজ প্রোটিন-এর এই আচার-ব্যবহারের সূত্রটা বের করতে পারলে বহু কাজ সোজা হয়ে যাবে। চিকিৎসাশাস্ত্র থেকে শুরু করে নিত্য জীবন-যাত্রাতেও বহু কাজে এক দৃষ্টান্তমূলক বদল এনে দেবে এই অ্যান্টি ফ্রিজ প্রোটিন'- যিনি এই কথাগুলো বললেন তিনি কলকাতার ইন্ডিয়ান অ্য়াসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়ান্সেস, যাদবপুর-এর তরুণ বিজ্ঞানী বিমান জানা। বিমান তাঁর এই অ্যান্টি ফ্রিজ প্রোটিন নিয়ে দৃষ্টান্তমূলক কাজের জন্য 'ইনসা মেডেল ফর ইয়াং সায়েন্টিস্ট২০১৮'- সম্মানে ভূষিত হয়েছেন।

শরীরের থাকা মোটর প্রোটিন নিয়ে দৃষ্টান্তমূলক কাজ, ইয়াং সায়েন্টিস্ট সম্মান কলকাতার বিজ্ঞানী -কে

কলকাতা থেকে এবার একমাত্র বিমানই এই সম্মান পেয়েছেন। শুক্রবারই বিকেলেই 'ইনসা মেডেল ফর ইয়াং সায়েন্টিস্ট ২০১৮'-র নাম ঘোষণা করা হয়। ফি বছরই ৩০ জন তরুণ বিজ্ঞানীকে এই সম্মান দেওয়া হয়ে থাকে। ৩৫ বছরের মধ্যে বয়সী বিজ্ঞানী যারা বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে নিজেদের একটা ছাপ তৈরি করেছেন তাঁদেরকে এই সম্মানে ভূষিত করা হয়। রসায়ন থেকে শুরু করে পদার্থবিদ্যা, গণিত এবং বিজ্ঞানের আরও বিভিন্ন শাখার কৃতীদের দেওয়া হয়ে থাকে 'ইনসা মেডেল ফর ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড'।

https://drive.google.com/open?id=18gtNNHnMt-5H6KwhJvje54moSH7KeOzR

বিমান ছাড়াও এবারে 'ইনসা মেডেল ফর ইয়াং সায়েন্টিস্ট'- সম্মান প্রাপকদের তালিকায় রয়েছেন আরও ৭ কৃতী বাঙালি বিজ্ঞানী। এঁরা হয় দেশের কোনও না কোনও বিজ্ঞান গবেষণা কেন্দ্রে কাজ করছেন অথবা বিদেশে থেকে দেশের সম্মান বৃদ্ধির চেষ্টা করে চলেছেন।

শরীরের থাকা মোটর প্রোটিন নিয়ে দৃষ্টান্তমূলক কাজ, ইয়াং সায়েন্টিস্ট সম্মান কলকাতার বিজ্ঞানী -কে

বিমান ছাড়াও আর যাঁরা এই সম্মানে সম্মানিত হয়েছেন তাঁরা হলেন- পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের মৌসুমী ভক্ত। জার্মানির ম্য়াক্স প্ল্য়াঙ্ক ইন্সিটিউট ফর প্ল্যান্ট ব্রিডিং রিসার্চের ডিপার্টমেন্ট অফ কমপারেটিভ ডেভলপমেন্ট অ্যান্ড জেনেটিকস-এর মৈনাক দাশগুপ্ত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর-এর ডিপার্টমেন্ট অফ ম্য়াথমেটিকস অ্যান্ড স্ট্যাটিস্টিকস-এর সোমনথা ঝা। বেঙ্গালুরুর টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ-এর সেন্টার ফর অ্যাপ্লিকেবল ম্যাথমেটিকস-এর উজ্জ্বল কোলে। ইউনিভার্সিটি অফ জেনেভার ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড মলিকুলার মেডিসিন-এর বুধাদিত্য মুখোপাধ্যায়। হার্ভার্ড মেডিক্যাল স্কুল, বস্টন-এর বস্টন চিলড্রেন্স হাসপাতাল-এর সুমিত সেন সাঁতরা, পুনের সিএসআইআর-ন্য়াশনাল কেমিক্যাল ল্যাবরেটরি-র ইনঅর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড ক্যাটালিসিস ডিভিশন-এর শাক্য সিংহ সেন।

এছাড়াও এবার মেঘনাদ সাহা মেডেলে সম্মানিত করা হয়েছে আশুতোষ শর্মা-কে। আর্যভট্ট মেডেল-এ সম্মানিত করা হচ্ছে এস সি লাখোটিয়া। শিশিরকুমার মিত্র মেমোরিয়াল লেকচারের সম্মানিত হচ্ছেন ইন্দিরা নাথ।

English summary
INSA Medal for Young Scientist Award is basically giving those who are dong significant research in the field of Science. But awardees age must be in 35 years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X