For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস সচেতনতায় এবার পুলিসের হাতিয়ার 'গুপি গাইন-বাঘা বাইন'

লকডাউনের মধ্যেই সাধারণ মানুষের কাছে করোনা সচেতনতার বার্তা পৌঁছে দিতে এক এক সময়ে এক এক রকম সুর ছন্দ আর তাল মিলিয়ে গান বেঁধেছে কলকাতা পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

লকডাউনের মধ্যেই সাধারণ মানুষের কাছে করোনা সচেতনতার বার্তা পৌঁছে দিতে এক এক সময়ে এক এক রকম সুর ছন্দ আর তাল মিলিয়ে গান বেঁধেছে কলকাতা পুলিশ। আজ সত‍্যজিৎ রায়ের জন্মদিনে তারই সৃষ্টি 'গুপী গাইন, বাঘা বাইন'- এর চরিত্র অবলম্বন করে এবার অভিনব কায়দায় সচেতনতার গান বাঁধল কলকাতা পুলিশ।

 সচেতনতায় এবার পুলিসের হাতিয়ার গুপি গাইন-বাঘা বাই

আজ সত্যজিৎ রায়ের ৯৯ তম জন্মদিনে বলা যায় বাঙালি চলচ্চিত্রকারকে কলকাতা পুলিশের তরফে উপহার স্বরূপ এই ভিডিও, এই গান প্রকাশ করল কলকাতা পুলিশ। যেখানে রয়েছে সত্যজিৎ রায়ের 'গুপী গাইন, বাঘা বাইন' এর দুই চরিত্র গুপি এবং বাঘা একে অপরের মধ্যে কথোপকথনের মাধ্যমে সাধারণ মানুষকে ঘরে না বেরোতে বলেছেন।
'এখনও আছে সময়, না .. না .. ঘরের বাইরে না। ঘরের বাইরে নয়।'

পাশাপাশি করো না নিয়ে সাধারণ মানুষকে সচেতন হচ্ছেন একজোট হয়ে লড়াই করার।
তাঁরা বলছেন, 'এখনও করোনা রয়েছে দাপট .. লড়াই চালাবো হয়ে একজোট।'
'বেরোতে হলেও মাস্ককে সাপোর্ট .. রোগকে করতে জয়।'
একদিকে সাধারণ মানুষকে করুন অসচেতনতা অন্যদিকে ভিডিওর মাধ্যমে বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে কলকাতা।

করোনায় যখন বাড়ছে আক্রান্ত-মৃতের সংখ্যা, আতঙ্কে সকলেই গৃহবন্দি থাকার বার্তায় খুশি নেট দুনিয়া।
এর আগেও কলকাতা পুলিশের অফিসার দের কন্ঠে বেজে উঠেছে 'আমরা করব জয়'। একঘেয়েমিতে মুষড়ে পড়া মানুষগুলোর মন ভরে উঠেছে আশায়। রাস্তার মাঝে বা আবাসনের সামনে গিয়েও দেখা গেছে কলকাতা পুলিশ এর কে গান গাইতে। এভাবেই সচেতনতার পাশাপাশি মানুষের মনে আশা জোগাচ্ছে পুলিশ প্রশাসন।

English summary
Bengal police start coronavirus awarness with Gupi Gain, Bagha Bain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X