For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য বাজেট পেশের আগে কেন্দ্রের নোট বাতিল সিদ্ধান্তের প্রতিবাদ বিধানসভায়

এদিন রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তার আগে ফের একবার রাজ্য সরকারের পক্ষ থেকে নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানানো হল বিধানসভার অন্দরেই।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১০ ফেব্রুয়ারি : এদিন রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তার আগে ফের একবার রাজ্য সরকারের পক্ষ থেকে নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানানো হল বিধানসভার অন্দরেই। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত সাধারণ মানুষের স্বার্থবিরোধী বলে এদিন ব্যাখ্যা করেন অমিত মিত্র। বলেন, এমন ঘটনা একনায়কতন্ত্রে ঘটে।[দ্বিতীয় বার ক্ষমতায় এসে প্রথম পূর্ণাঙ্গ বাজেট, কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র?]

বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, ৮৬ শতাংশ নোট বাতিলের সিদ্ধান্ত অনৈতিক, হৃদয়হীন, ফাঁকা আওয়াজ ছাড়া কিছুই নয়। এর ফলে এক থেকে সাড়ে তিন শতাংশে এসে ঠেকতে পারে জিডিপি বৃদ্ধির হার। নোট বাতিলের ফলে দেড় থেকে ৫ লক্ষ কোটি টাকা ঘাটতি হবে দেশের।

রাজ্য বাজেট পেশের আগে কেন্দ্রের নোট বাতিল সিদ্ধান্তের প্রতিবাদ বিধানসভায়

নোট বাতিলের ঘটনাকে সাধারণ মানুষের উপরে সুনামি বলে ব্যাখ্যা করে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ছোট ব্যবসা, কৃষকদের স্বপ্ন, চা, পাট, বস্ত্র, স্বনির্ভর গোষ্ঠী পথে বসেছে। এই নোট বাতিলের কালো ছায়া সারা দেশকে গ্রাস করেছে।

কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের আসল উদ্দেশ্য নিয়ে এদিন প্রশ্ন তোলে মমতা সরকার। অমিত মিত্র বলেন, নোট বাতিলের আসল উদ্দেশ্য নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কে আসলে উপকৃত হল তা ভবিষ্যৎই বলবে।

রাজ্যের আরও বক্তব্য, নোট বাতিলের মতো ঘটনায় আরবিআইয়ের ক্ষমতাকে খর্ব করা হয়েছে। ব্যাঙ্কের উপরে মানুষের আস্থা তলানিতে এসে ঠেকেছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করার চক্রান্ত চলছে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন নোট বন্দির ঘটনায় আরও সমস্যা তৈরি হবে ভবিষ্যতে। এর থেকে বেরতে ২-৩ বছর সময় লাগবে।

English summary
Friday Bengal Finance minister Amit Mitra submitted the budget estimation for the state for the year of 2017-18. Befor that he one behalf on Mamata Banerjee govt criticised Demonetisartion move that was taken by the Narendra Modi led NDA govt on November 8.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X