রাস্তা সারাইয়ের দাবিতে কেষ্টপুরে অবরোধ অটোচালকদের
বর্ষা এসে গিয়েছে। অবিলম্বে রাস্তা সারাই করতে হবে। এই দাবিতে কেষ্টপুরে পথ অবরোধ করলে অটোচালকরা। তাঁদের অভিযোগ কেষ্টপুর খালপােড়র রাস্তা এতোটাই খারাপ যে ঝুঁকি নিয়ে অটো চালাতে হচ্ছে তাঁদের। যেকোনও মুহূর্তে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে। সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত কেষ্টপুর-তারুলিয়া পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। অবরোধে সামিল হয়েছিলেন নিত্য যাত্রী সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

কেষ্টপুর খালপাড় রাস্তায় দুটো রুটের অটো চলে। একটি কেষ্টপুর-তারুলিয়া এবং অন্যটি তারুলিয়া-নিউটাউন (ডিএলএফ) পর্যন্ত। অটো চালকদের অভিযোগ দুটি রুটের রাস্তাই খানা খন্দে ভরা। প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েকশো অফিস যাত্রী ও ছাত্র ছাত্রীরা যাতায়াত করে। বেহাল রাস্তার জন্য সমস্যায় পড়তে হয় তাঁদের। এই রাস্তার উপরেই কযেকটি সরকারি ও বেসরকারি স্কুল রয়েছে। রাস্তা খারাপ হওয়ায যেকোনও মুহূর্তে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে।
ঘণ্টা খানেক পথ অবরোধ করার পর নিউটাউন থানার পুলিস ঘটনাস্থলে যান। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁদের সমস্যা পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অটো চালকরা।