For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মান্নানের উপর হামলা ঘটনায় কেন তদন্ত হল না? বিধানসভায় কৈফিয়ৎ দাবি কংগ্রেসের

বিরোধী দলনেতা আবদুল মান্নানের উপর হামলার প্রতিবাদ চলছেই। শুক্রবারও বিরোধী বিধায়কদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বিধানসভা। এদিনও ওয়েলে নেমে বিরোধী কংগ্রেস ও বাম বিধায়কদের বিক্ষোভে সামিল হলেন।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : বিরোধী দলনেতা আবদুল মান্নানের উপর হামলার প্রতিবাদ চলছেই। শুক্রবারও বিরোধী বিধায়কদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বিধানসভা। এদিনও ওয়েলে নেমে বিরোধী কংগ্রেস ও বাম বিধায়কদের বিক্ষোভে সামিল হলেন। অধ্যক্ষের সামনে বসে পড়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে দাবি তুললেন, কেন বিরোধী দলনেতাকে হেনস্থার ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হল না?[কংগ্রেসের বিধানসভা অভিযানে মিছিল আটকালো পুলিশ, ধুন্ধুমারকাণ্ডে অবরুদ্ধ কলকাতা]

বাজেট নিয়ে প্রশ্নোত্তর পর্বের মাঝেই উত্তাপ ছড়াল বিধানসভায়। ওয়েলে নেমে বিক্ষোভ তো ছিলই, বিরোধীরা একযোগে শাসকের বিরুদ্ধে ফের সরব হয়ে উঠল। বিরোধী কণ্ঠ আবারও এক হল। উল্লেখ্য, সিপিএম তথা বামফ্র্ন্ট ও কংগ্রেসের ঘোষিত নীতি বিধানসভার ভিতরে তাঁরা এক যোগে প্রতিবাদ করবে। বিধানসভার বাইরে কংগ্রেস ও বামেরা পৃথক কর্মসূচি গ্রহণ করবে।[মান্নান হেনস্থার প্রতিবাদে উত্তাল বিধানসভা, বিক্ষোভ বাম-কংগ্রেসের]

মান্নানের উপর হামলা ঘটনায় কেন তদন্ত হল না? বিধানসভায় কৈফিয়ৎ দাবি কংগ্রেসের

সেই মতোই গত দু'দিন বাম ও কংগ্রেস পৃথক আন্দোলনে সামিল হলেও, বিধানসভার ভিতের আবারও তারা এক হল। বিরোধী দলনেতাকে হেনস্থার করার পর থেকেই কংগ্রেস বিধায়করা বিধানসভা বয়কটের ডাক দিয়েছিলেন। এদিন তারা বিধানসভা অধিবেশনে অংশ নেন। গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভা অধিবেশনের ডাক দিয়েছিল কংগ্রেস। পুলিশ তাঁদের অভিযান ধর্মতলাতেই ব্যারিকেট করে রুখে দেয়। এক প্রতিনিধি দল বিধানসভাতে এলেও তাদের ঢুকতে দেওয়া হয়নি।

এভাবেই শাসকদল বিধানসভায় স্বৈরাচারী শাসন চালাচ্ছে বলে অভিযোগ করা হয়। বিরোধী কণ্ঠরোধ করা হচ্ছে। বিরোধী বিধায়কদের বলতে দেওয়া হচ্ছে না বলেও বারবার অভিযোগ করে আসছে বিরোধী কংগ্রেস ও বাম বিধায়করা। এখন বিধানসভার বিরোধী দলনেতার সঙ্গে দুর্ব্যবহার কেন করা হল, তার বিচারের দাবিও তোলেন বিধায়করা।

English summary
Attack on Mannan, why not investigate? Congress demands apology in Assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X