For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে যোগ দিয়েই ডিগবাজি! ‘মুচলেকা’ দিয়ে গেরুয়া শিবির ত্যাগ মেয়রের ভাইপোর

সাংসদের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের ভাইপো। ২৪ ঘণ্টাও কাটেনি। তড়িঘড়ি অশোক ভট্টাচার্যের ভাইপো মত বদলে ফিরে এলেন লালের ছত্রছায়ায়।

Google Oneindia Bengali News

সাংসদের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের ভাইপো। ২৪ ঘণ্টাও কাটেনি। তড়িঘড়ি অশোক ভট্টাচার্যের ভাইপো মত বদলে ফিরে এলেন লালের ছত্রছায়ায়। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কথাও অস্বীকার করেছেন তিনি। আর এই দলবদলের ডিগবাজিতে বিজেপির সাফাই, জেঠুর চাপেই মত বদলেছেন অর্কদীপ।

বিজেপিতে যোগ দিয়েই ডিগবাজি! ‘মুচলেকা’ দিয়ে গেরুয়া শিবির ত্যাগ মেয়রের ভাইপোর

বাম আমলের দাপুটে মন্ত্রী অশোক ভট্টাচার্য এখন শিলিগুড়ির মেয়ার। তাঁর ভাইপো অর্কদীপ সম্প্রতি বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন। তবে আনুষ্ঠানিকভাবে তিনি বিজেপিতে যোগ দিলেও খানিক বাদেই তিনি মুচলেকা দিয়ে তা অস্বীকার করেন।

তিনি বলেন, আমি একজন বিটেক ইঞ্জিনিয়ার। কিন্তু বেকার। সক্রিয় রাজনীতি করি না। এক বন্ধুর সঙ্গে গিয়েছিলাম এক নেতার বাড়ি। সেখানে আমার কিছুপ বিজেপি নেতার সঙ্গে আলাপ হয়। এর আগে আমি সক্রিয় রাজনীতি করি না, সক্রিয় রাজনীতি করবও না। তা সত্ত্বেও আমার ভুলের জন্য আমি দুঃখিত।

বিজেপিতে যোগ দিয়েই ডিগবাজি! ‘মুচলেকা’ দিয়ে গেরুয়া শিবির ত্যাগ মেয়রের ভাইপোর

[আরও পড়ুন: মুকুলের হাত থেকে বিধায়ককে রক্ষা করতে আসরে মমতা! লোকসভার লড়াই তুঙ্গে][আরও পড়ুন: মুকুলের হাত থেকে বিধায়ককে রক্ষা করতে আসরে মমতা! লোকসভার লড়াই তুঙ্গে]

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, অর্কদীপ বামমোনভাবাপন্ন ছিলেন। তিনি কেন্দ্রীয় সরকারের কাজকর্মে আকৃষ্ট হয়ে যোগ দেন বিজেপিতে। তারপর কোনও প্রভাবান্বিত হয়ে তিনি এখন অস্বীকার করছেন দলবদল। এর পিছনে সিপিএম নেতা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের হাত রয়েছে। তাঁকে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ বিজেপির দার্জিলিং জেলা সভাপতির।

[আরও পড়ুন: লোকসভায় তৃণমূলের প্রার্থী হবেন কে! সম্মুখ 'সমর'-এ ফয়সালা করলেন মমতা স্বয়ং ][আরও পড়ুন: লোকসভায় তৃণমূলের প্রার্থী হবেন কে! সম্মুখ 'সমর'-এ ফয়সালা করলেন মমতা স্বয়ং ]

[আরও পড়ুন:লোকসভা ভোটের মুখে বড় ধাক্কা কংগ্রেসে, মুকুলের হাত ধরে বিজেপিতে গতবারের প্রার্থী][আরও পড়ুন:লোকসভা ভোটের মুখে বড় ধাক্কা কংগ্রেসে, মুকুলের হাত ধরে বিজেপিতে গতবারের প্রার্থী]

English summary
Ex CPM Minister Ashoke Bhattachariya’s nephew leaves BJP and admits his mistake. BJP faces very much trouble due to leaving party of Ashoke Bhattachariya’s nephew.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X