ফের রহস্য মৃত্যু শহরে ! বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধার দেহ
ফের শহরের বুকে আরও এক রহস্যজনক মৃত্যুর ঘটনা। এবারও এক ফ্ল্যাটের ভিতর থেকে নিঃসন্তান মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে কলকাতায়। নরেন্দ্রপুর, নেতাজিনগরের ঘটনার পর এবার উত্তর কলকাতার বাগুইআটিতে এই মৃত্যুর ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃতা নমিতা ঘোষের বয়স ৬৫। বাগুইআটির রেলপুকুর রোড এলাকার বাসিন্দা ছিলেন তিনি।প্রতিবেশীদের দাবি, বছর কয়েক আগে একটি দুর্ঘটনায় নমিতাদেবীর স্বামী মারা যান। তারপর থেকেই নিতি নিঃসঙ্গ। মাঝে আর্থিককষ্টের মধ্যেও তিনি ছিলেন। এরপর তিনি নিজের ফ্ল্যাট বিক্রি করে অন্য একটি ছোট ফ্ল্যাটে থাকতে শুরু করেন। আর সেই ফ্ল্যাটেই মৃত্যু হয় তাঁর।
এরপর সেই ফ্ল্যাট থেকে বেশ কয়েকদিন ধরে পচা গন্ধ ববের হচ্ছিল। সন্দেহ হতেই প্রতিবেশীরা পুলিশে খবর দেন। আর তাতেই জানা যায় , নমিতা দেবীর মৃত্যু হয়েছে। তবে নিঃসঙ্গ এই বৃদ্ধার মৃত্যু কিভাবে হয়েছে, তা নিয়ে রয়েছে সন্দেহ। দানা বাঁধছে বিভিন্ন আশঙ্কা।