For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার দুর্গা-কার্নিভাল এবার বিগ গ্র্যান্ড-শো, প্রধান অতিথি হয়ে আসছেন বিগ-বি

দুর্গাপুজো কার্নিভালকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতবারই তাঁর পথ চলা শুরু করে দিয়েছিলেন। এবার সেই কার্নিভালকে আরও বড় আকারে তুলে ধরার পরিকল্পনা তাঁর ভাবাই ছিল।

  • |
Google Oneindia Bengali News

দুর্গা কার্নিভালে রেড রোডের শোভাযাত্রায় এবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিগ বি অমিতাভ বচ্চন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে দুর্গাপুজোর গ্রান্ড শো মাতাতে আসছেন বলিউডের 'ডন' মেগাস্টার অমিতাভ। সঙ্গে আসছেন বাংলার মেয়ে অমিতাভ-ঘরণী জয়া বচ্চনও।

প্রধান অতিথি বিগ-বি

দুর্গাপুজো কার্নিভালকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতবারই তাঁর পথ চলা শুরু করে দিয়েছিলেন। এবার সেই কার্নিভালকে আরও বড় আকারে তুলে ধরার পরিকল্পনা তাঁর ভাবাই ছিল। সেইমতোই স্ত্রী জয়াকে নিয়ে বিগ বিকে কার্নিভালে আমন্ত্রণ জানান মমতা। বিগ বিও সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন।

এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অতিথি হিসেবে আসতে পারেন অভিষেক বচ্চনও। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণী তারকা কমল হাসানকেও। তিনিও এই শোভাযাত্রার মমতার অতিথি হয়ে আসতে পারেন। তবে কমল হাসানের এ ব্যাপারে এখনও চূড়ান্ত নিশ্চিত করেননি নবান্নকে।

প্রধান অতিথি বিগ-বি

মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কার্নিভালকে রিও কার্নিভালের রূপ দিতে বদ্ধপরিকর। সেইসঙ্গে তিনি চান বাংলার দুর্গাপুজোকে বিশ্বের দরবারে ব্র্যান্ড আকারে তুলে ধরতে। সেই ইচ্ছা নিয়েও তিনি গতবার থেকে এই কার্নিভালের আয়োজন করছেন।

এবার আবার অনুর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের আসর বসছে ভারতে। ফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতাতেই। একই সময়ে কলকাতায় দুই অনুষ্ঠান। ফিফাও বাংলার দুর্গাপুজোকে তাঁদের ওয়েবসাইটে স্বীকৃতি দিয়েছে। সেই আঙ্গিকে বিশ্বের দরবারে দুর্গাপুজোকে তুলে ধরার এই প্রয়াসকে কাজে লাগাতে চাইছেন তিনি।

এর আগে বহুবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এসেছেন বিগ বি। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। এবার তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন দুর্গা কার্নিভালেও। নবান্ন সূত্রে জানানো হয়েছে মোট ৬০টি পুজো এবার অংশ নেবে গ্র্যান্ড শো-তে। গতবারের থেকে প্রায় দ্বিগুণ এই সংখ্যা। উল্লেখ্য গতবার ৩৮টি পুজো কমিটি অংশ নেন এই গ্র্যান্ড শো-তে।

মুখ্যমন্ত্রীর তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বিশ্বকাপ উপলক্ষে কলকাতায় আগত বিদেশি অভ্যাগত ও ফুটবলারদের এই গ্র্যান্ড শো-তে আমন্ত্রণ জানানোর ব্যাপারে। ফিফার প্রতিনিধিরা এই অনুষ্ঠান পরখ করলে অতি সহজেই বিশ্বের দরবারে স্থান করে নেবে বাংলার দুর্গা কার্নিভাল।

English summary
Amitabh Bachchan will be chief guest in Durga carnival at Red road. Mamata invites him to participate this grand Show.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X