For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় ধাক্কা, অভিষেকের মামলায় অমিত শাহকে হাজিরার নির্দেশ

তবে এই চিঠি পাওয়ার পরে অমিত কি সত্যিই আদালতে হাজিরা দেবেন? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ভোটের আগে খোদ প্রাক্তন সর্বভারতীয় সভাপতিকে তলব করার ঘটনায় চাপে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা ভোটের আগে আইনি গেঁড়োয় অমিত শাহ। অভিষেকের দায়ের করা মামলায় সমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। ইতিমধ্যে বিজেপি-র রাজ্য দফতর ৬ মুরলীধর সেন লেনের দফতরে ওই সমন এসেছে।

তবে এই চিঠি পাওয়ার পরে অমিত কি সত্যিই আদালতে হাজিরা দেবেন? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ভোটের আগে খোদ প্রাক্তন সর্বভারতীয় সভাপতিকে তলব করার ঘটনায় চাপে বিজেপি।

সোমবার সকাল ১০টায় অমিতকে হাজিরা দিতে বলা হয়েছে

সোমবার সকাল ১০টায় অমিতকে হাজিরা দিতে বলা হয়েছে

বাংলা সফরেই রয়েছেন অমিত শাহ। সকাল থেকেই একগুচ্ছ কর্মসূচিতে অংশও নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এরই মধ্যে আদালতের চিঠি আসে বিজেপির রাজ্য দফতরে। বিধাননগরে রাজ্যের সাংসদ, বিধায়কদের জন্য গঠিত বিশেষ আদালত এই হাজিরার নির্দেশ দিয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় অমিতকে হাজিরা দিতে বলা হয়েছে৷

২০১৮ সালের মামলায় অমিত শাহকে হাজিরার নির্দেশ

২০১৮ সালের মামলায় অমিত শাহকে হাজিরার নির্দেশ

২০১৮ সালের ২৮ অগস্টের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই নির্দেশিকা। জানা যায়, সেদিন কলকাতার মেয়ো রোডের জনসভায় অভিষেকের বিরুদ্ধে তোপ দাগেন অমিত শাহ। দুর্নীতি সহ একাধিক ইস্যুতে ডায়মন্ডহারবারের সাংসদকে আক্রমণ করেন অমিত শাহ। আর এরপরেই শাহর বিরুদ্ধে মানহানির মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুবছরের মাথায় বিধানসভা ভোটের আগে সেই মামলার ভিত্তিতেই আদালত অমিত শাহকে এই সমন পাঠিয়েছে। তবে এই বিষয়টি নিয়ে বিশেষ ভাবতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব।

চিঠি পাওয়ার পরেই বৈঠকে বিজেপির আইনজীবীরা

চিঠি পাওয়ার পরেই বৈঠকে বিজেপির আইনজীবীরা

জানা গিয়েছে, বিজেপির রাজ্য দফতরে এই সমন আসার পর থেকেই বিজেপির তরফেও পালটা প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিজেপির আইনজীবীরা এই বিষয়ে বৈঠকে বসেছেন। এই মামলায় বিজেপির রণকৌশল কি হবে তা ঠিক করতেই এই বৈঠক বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ''অমিত'জি আদালতে আসবেন কি না সেটা আইনজীবীরা ঠিক করবেন। তবে আমরা মাঠেও আছি, কোর্টেও আছি। আইনের জবাব আইনের পথেই হবে। তৃণমূল রাজনৈতিক ভাবে পারছে না বলেই আদালতের পথে হাঁটছে।''

English summary
amit shah summoned by abhishek banerjee case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X