লকডাউনে স্কাইপে বিচার প্রক্রিয়া চালাবে কলকাতা হাইকোর্ট
লকডাউন চলাকালীন অনলাইনে বিচারপ্রক্রিয়া চালানোর সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। এবার থেকে স্কাইপের মাধ্যমে চলবে এই প্রক্রিয়া।হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায় হাইকোর্টের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানান, হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণাণ এক নির্দেশিকা জারি করেন। লকডাউন চলাকালীন বিচারপ্রার্থীদের সুবিধার জন্য অনলাইনে বিচার প্রক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গিয়েছে, এবার থেকে স্কাইপির মাধ্যমে আইনজীবী ও বিচারপতিদের মধ্যে যোগাযোগ রেখে বিচারকার্য চালিয়ে যাবে আদালত। এই পদ্ধতিতে গুরুত্বপূর্ণ অনেক মামলার নিষ্পত্তি হবে। ফলে লকডাউন চলাকালীন যানবাহনের সমস্যায় যেভাবে আদালতে পৌঁছাতে অসুবিধা হচ্ছে বিচারপ্রার্থীদের সেই অসুবিধা আর থাকবে না।
উল্লেখ্য, গত সপ্তাহে সারাদেশ জুড়ে লকডাউন জারির আগেই করোনা সংক্রমণের আশঙ্কায় সুপ্রিম কোর্টের নির্দেশ মত বড়সড় সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতে শুধুমাত্র জরুরি মামলার শুনানি করা হবে বলে জানানো হয়েছিল হাইকোর্টের তরফে।
পরে সারা দেশজুড়ে লকডাউন চালু হলে আদালত পর্যন্ত আদালত কর্মী ও বিচারপ্রার্থী রা পৌঁছাতে না পারায় আগামী ৯ এপ্রিল পর্যন্ত কলকাতা হাইকোর্ট সহ সারা রাজ্যের আদালত আদালত গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রহণযোগ্যতার বিচারে শুধুমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলারই শুনানি হবে আগামী ১ এপ্রিল ও ৮এপ্রিল, এই দুই দিন। কিন্তু সারা দেশজুড়ে বাড়তে থাকা বন্দির সংখ্যা, আইনি জট ও জামিন অযোগ্য ধারায় মামলা থাকা সত্ত্বেও আদালতের দ্বারস্থ হতে পারছেন না সাধারণ বিচারপ্রার্থীরা। তাই তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত হাইকোর্টের।