For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শারদোৎসবে তৃণমূল কংগ্রেসের জনসংযোগ! স্টলে থাকতে চলেছে মমতার লেখা ৮৮টি বই

এবারের দুর্গা পুজোয় তৃণমূলের দেওয়া স্টলগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সবকটি বই থাকতে চলেছে। তৃণমূল সূত্রে খবর এমনটাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৮৮টি এতদিন পর্যন্ত প্রকাশিত হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

এবারের দুর্গাপুজোয় তৃণমূল কংগ্রেসের দেওয়া স্টলগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সবকটি বই থাকতে চলেছে। তৃণমূল সূত্রে খবর এমনটাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৮৮টি এতদিন পর্যন্ত প্রকাশিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইকেই তৃণমূল জনসংযোগের হাতিয়ার হিসেবে বেছে নিতে চাইছে বলেই সূত্রের খবর। সব বই জনতার নাগালে পৌঁছে দিতে তৃণমূলের সাংসদ ও বিধায়কদের নির্দেশ দেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে।

বই বিক্রি বাড়াতে বিধায়কদের চিঠি তৃণমূলের

বই বিক্রি বাড়াতে বিধায়কদের চিঠি তৃণমূলের

মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইগুলিকে জনসাধারণের সামনে তুলে ধরতে ইতিমধ্যেই বিধায়কদের চিঠি দেওয়া শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। চিঠিতে বলা হয়েছে, বিধায়কদের নিজের এলাকায় তৃণমূলের দেওয়ার শারদোৎসবের স্টলগুলিতে যেন বইগুলি জনসাধারণের সামনে তুলে ধরতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি বিক্রির জন্যও ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠির সঙ্গে বইগুলির একটি তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সিঙ্গুর জয়ী, সোজাসাপটা, আন্দোলনের কথা বইগুলি যথেষ্টই জনপ্রিয়। তালিকায় রয়েছে শায়েরি এবং কবিতার বইও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ

বিধায়কের পাশাপাশি মন্ত্রীদের কাছে আলাদা করে চিঠি দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, কালীঘাটে হওয়া দলের সর্বশেষ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন এবারের শারদোৎসবে তৃণমূলের স্টলের সংখ্যা বাড়াতে। তবে মণ্ডপের কাছে দলীয় ফ্লেক্স কিংবা পতাকা না রাখারও নির্দেশ দিয়েছিলেন তিনি।

বাড়তি উদ্যোম বিজেপি এবং সঙ্ঘ পরিবারেরও

বাড়তি উদ্যোম বিজেপি এবং সঙ্ঘ পরিবারেরও

তবে বসে নেই বিজেপি এবং সঙ্ঘ পরিবারও। ২০১৯-এর নির্বাচনে সাফল্যের পর এবারের শারদোৎসবে আরও বেশি সংখ্যায় বইয়ের স্টল দেওয়ার তাদের সিদ্ধান্ত পাকা ।

English summary
All the books of Mamata Banerjee wil be presented in the tmc's stall in and around puja pandels
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X