For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের তুলকালাম কলকাতা পুলিশে, ১৩ অফিসারের বদলি নির্দেশিকায় চাপ বাড়ছে পুলিসমন্ত্রীর

ফের তুলকালাম কলকাতা পুলিশে, ১৩ অফিসারের বদলি নির্দেশিকায় চাপ বাড়ছে পুলিসমন্ত্রীর

Google Oneindia Bengali News

রাতা রাতি অর্ডার ইস্যু করে ১৩ জন পুলিসকর্মীকে রাজ্যের বিভিন্ন জায়গায় বদলির অর্ডার দেওয়া হয়েছে। পুলিসমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর জারি করা এই নির্দেশিকায় ফের উত্তেজনা ছড়ায় কলকাতার পুলিস ট্রেনিং স্কুলে। বিক্ষোভ দেখানোয় পুলিসকর্মীদের বদলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। গত ১৯ মে থেকে দফায় দফায় পুলিসে বিক্ষোভ হচ্ছে। বিধানসভা ভোটের আগে চাপ বাড়ছে রাজ্যের পুলিসমন্ত্রীর।

ফের পুলিসের বিক্ষোভ

ফের পুলিসের বিক্ষোভ

রাতারাতি বদলি অর্ডার দেওয়া হয়েছে ১৩ জন পুলিসকর্মীকে। রাজ্যের পাঁচ জেলায় বদলি করা হয়েছে তাঁদের। এর আগে যাঁরা পুলিস ট্রেনিং স্কুলে বিক্ষোভ দেখিয়েছিলেন সেই পুলিসকর্মীদেরই বদলি কর হয়েছে বলে অভিযোগ। তার প্রতিবাদেই বিক্ষোভ দেখাতে শুরু করেন কমব্যাট ব্যাটেলিয়নের পুলিসকর্মীরা।

পুলিসে বিক্ষোভ বাড়ছে

পুলিসে বিক্ষোভ বাড়ছে

করোনা আবহেই গত ১৯ মে আলিপুরে পুলিস ট্রেনিং স্কুলে চরম বিক্ষোভ শুরু হয় পুলিসকর্মীদের। পরিস্থিতি সামাল দিতে সেখানে হাজির হতে হয় পুলিমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি গিয়ে বিক্ষোভকারীদের আস্বস্ত করে তাঁদের শান্ত করেন।

কসবা থানায় বিক্ষোভ

কসবা থানায় বিক্ষোভ

এর পরেই কসবা থানায় করোনা ভাইরাসে এক পুলিসকর্মীর মৃত্যু হয়। যথাযথ চিকিৎসার অভাবে পুলিসকর্মীর মৃত্যু হয়েছে অভিযোগ করে কসবা থানায় ভাঙচুর চালান পুলিসকর্মীরা। লালবাজার থেকে পদস্থ পুলিস আধিকারিকরা গিয়ে পরিস্থিতি সামাল দেন।

চাপ বাড়ছে রাজ্য সরকারের

চাপ বাড়ছে রাজ্য সরকারের

বিধানসভা ভোটের আগে দফায় দফায় পুলিসে বিক্ষোভে চাপ বাড়ছে রাজ্য সরকারের। ইতিমধ্যেই এই পুলিসে অসন্তোষকে কেন্দ্র করে বিজেপি ভোেটর ময়দানে নেমে পড়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন রাজ্যের পুলিসমন্ত্রীকে মানছেন না পুলিসকর্মীরা। চরম আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে।

মমতা শোচনীয় ব্যর্থ, মানুষকে বঞ্চনার খতিয়ান তুলে পরিবর্তনের ডাক দিলেন বাবুলমমতা শোচনীয় ব্যর্থ, মানুষকে বঞ্চনার খতিয়ান তুলে পরিবর্তনের ডাক দিলেন বাবুল

English summary
Agitation in Police traning school in Kolkata after transfer order of 13 officers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X