For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আড়াই বছর বাদে ছাত্র সংসদ ভোটের দামামা বাজল যাদবপুর, প্রেসিডেন্সিতে

আড়াই বছর বাদে ছাত্র সংসদ ভোটের দামামা বাজল যাদবপুর, প্রেসিডেন্সিতে

  • |
Google Oneindia Bengali News

গত বছর থেকেই একাধিকবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রাজ্যজুড়ে 'হোক ইউনিয়ন’ আন্দোলনে সামিল হয় যাদবপুর, প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা। ডাক দেওয়া হয় রাজভবন থেকে বিকাশ ভবন অভিযানেরও। অবশেষে প্রায় আড়াই বছর পর যাদবপুর, প্রেসিডেন্সি, রবীন্দ্র-ভারতী এবং ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা দপ্তর।

আড়াই বছর বাদে ছাত্র সংসদ ভোটের দামামা বাজল যাদবপুর, প্রেসিডেন্সিতে


ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অতীতে একই মাসে প্রায় পাঁচ বার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ঘেরাওয়ের নজিরও দেখা যায়। এদিকে শুক্রবার যাদবপুরে রাজ্যপালের 'কোর্ট’ বৈঠকের আগেই রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের এই আচমকা সিদ্ধান্তে সরকারের সুকৌশলী রাজনৈতিক 'অভিপ্রায়েরও’ গন্ধ পাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।

২০১৬ সালে বিধানসভা নির্বাচনে জয় লাভের পরই মমতা ব্যানার্জীর সরকার একটি নির্দেশিকা জারি করে জানায়, এখন থেকে আর ছাত্র সংসদ ভোট হবে না রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে। তার বদলে হবে গঠন হবে নতুন ছাত্র কাউন্সিল। এই নতুন কাউন্সিলের নিয়ম বিধি অনুসারে ছাত্র সংসদের সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচন করবে প্রতিষ্ঠানেরই প্রধান। শুধুমাত্র সাধারণ সম্পাদক ও সহ সম্পাদক নির্বাচন হবে ছাত্র-ভোটের মাধ্যমে। সরকারের এই ঘোষণারই পরই কাউন্সিল মডেলকে চূড়ান্তভাবে 'অগণতান্ত্রিক’ ও 'ছাত্র স্বার্থ’ বিরোধী বলে চিহ্নিত করে রাস্তায় নামে যাদবপুর প্রেসিডেন্সি সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রাজ্য জুড়ে একাধিকবার প্রতিবাদ কর্মসূচীরও ডাক দেয় এসএফআই সহ একাধিক বাম ছাত্র সংগঠনগুলি।

এদিকে গত দুমাস আগেই যাদবপুরের 'হোক ইউনিয়ন’ আন্দোলনের মঞ্চ থেকে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়ার কিছু পরই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একাধিক কলেজের ছাত্র নেতাদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। ওই সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছাত্র নেতাদের বৈঠকের পরেই ছাত্র ভোট নিয়ে কিছুটা 'জট’ কাটার ইঙ্গিত মেলে। তার আগের সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসে 'কৌশলী’ সিদ্ধান্ত নেয় বর্তমান তৃণমূল সরকার। বৃহস্পতিবার জারি করা নির্দেশিকায় সরকার জানায় ছাত্র সংসদ ভোট হবে নাকি কাউন্সিল ভোট হবে তা ঠিক করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষই।

ছাত্র ভোট সম্পর্কে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার বলেন 'আমরা শুক্রবারই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব’। এই প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের এক আধিকারিক জানান 'রাজ্য সরকারের বর্তমানে যাদবপুর, প্রেসিডেন্সি সহ মোট চারটি বিশ্ব বিদ্যালয়ে ছাত্র-সংসদ নির্বাচনের অনুমতি দিয়েছে। ২০১৭-র কাউন্সিল নির্দেশিকা আসার আগে ছাত্র সংসদের যে গঠন কাঠামো ছিল সেই অনুসারেই ভোট করা যেতে পারে।’ অর্থাৎ আগের মতোই ছাত্র ভোটের মাধ্যমেই ছাত্র সংসদের সমস্ত পদাধিকারীরা নির্বাচিত হবেন বলেও জানান তিনি।’

অন্যদিকে প্রায় আড়াই বছর পর সরকারের ছাত্র নির্বাচনের নির্দেশিকা জারিকে তাদের লাগাতার লড়াই-আন্দোলনের ফসল হিসাবেই দেখছেন যাদবপুর প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা। পাশাপাশি ২০২১শের বিধানসভা নির্বাচনের আগে ছাত্র ভোট নিয়ে সরকারের এই আচমকা সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে একাধিক মহল থেকে।

English summary
after two and a half years the students union election is about to be held again in jadavpur presidency university
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X